For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নতুন আতঙ্কের নাম ওমিক্রন, ভারতের একাধিক রাজ্যে পর্যটকদের ওপর আরও কড়া নিয়ম সরকারের

নতুন আতঙ্কের নাম ওমিক্রন, ভারতের একাধিক রাজ্যে পর্যটকদের ওপর আরও কড়া নিয়ম সরকারের

Google Oneindia Bengali News

বিশ্বজুড়ে এবার আতঙ্ক ছড়াতে শুরু করল করোনা ভাইরাসের নয়া রূপ। ইতিমধ্যে ওমিক্রন নামক করোনা ভ্যারিয়ান্টকে ডেল্টার পর 'সবচেয়ে উদ্বেগজনক' আখ্যা দেওয়া হয়েছে। দ্রুত সংক্রমণ ছড়ানোর ক্ষমতার কারণেই বি.১.১.৫২৯ ভ্যারিয়ান্টটিকে বিপজ্জনক বলে মনে করা হচ্ছে। এর জেরে দেশগুলি দক্ষিণ আফ্রিকা থেকে বিমান সফর বন্ধ করার পথে হাঁটতে শুরু করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু ইতিমধ্যেই সতর্কতা জারি করে জানিয়েছে যে ওমিক্রন খুব দ্রুত ছড়িয়ে পড়ে অন্যান্য ভ্যারিয়ান্টের তুলনায় এবং পুনরায় সংক্রমিত হওয়া সম্ভাবনা থেকে যায়।

নিষেধাজ্ঞা জারি যাত্রীদের ওপর

নিষেধাজ্ঞা জারি যাত্রীদের ওপর

নতুন এই ভ্যারিয়ান্টটি প্রথম পাওয়া যায় দক্ষিণ আফ্রিকায় এবং তারপরই তা সনাক্ত হয় বেলজিয়াম, বৎসোওয়ানা, ইজরায়েল, হংকংয়ে। ইতিমধ্যেই আমেরিকা, কানাডা, ব্রিটেন সহ একাধিক দেশ দক্ষিণ আফ্রিকা থেকে আগত যাত্রীদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। আমেরিকা জানিয়েছে যে দক্ষিণ আফ্রিকা ও প্রতিবেশী দেশগুলি থেকে সফরের ওপর নিষেধাজ্ঞা আরোপ কার্যকর হবে সোমবার থেকে। দক্ষিণ আফ্রিকা সহ বেশ কিছু দেশের জন্য কানাডা তার সীমান্ত বন্ধ করে রেখেছে। এছাড়াও ব্রিটেন, ইউরোপ সহ বেশ কিছু দেশও দক্ষিণ আফ্রিকা থেকে আসা বিমানের ওপর নিষেধাজ্ঞা চাপিয়েছে। বিদেশের পাশাপাশি ভারতও সামিল হয়েছে এই ভ্যারিয়ান্টের বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য। এই দেশের বেশ কিছু রাজ্য দক্ষিণ আফ্রিকা থেকে আসা যাত্রীদের কোয়ারেন্টাইনে রাখার নিয়মে বেঁধে ফেলেছে।

ভারতেও আগাম সতর্কতা জারি

ভারতেও আগাম সতর্কতা জারি

প্রসঙ্গত, আগামী ১৫ ডিসেম্বর থেকে ভারত থেকে আন্তর্জাতিক বিমান পুনরায় চালু হওয়ার কথা ছিল। শুক্রবার অসামরিক বিমান পরিবহন মন্ত্রক শুক্রবার জানিয়েছে যে করোনা ভাইরাসের জন্য প্রায় ২০ মাস আন্তর্জাতিক বিমান বাতিল ছিল। মন্ত্রক জানিয়েছে যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক যে দেশগুলিকে '‌ঝুঁকিপ্রবণ'‌ বলে বিবেচিত করেছে তাদের প্রাক-কোভিড নির্ধারিত বিমানের একটি নির্দিষ্ট শতাংশ পরিচালনা করার অনুমতি দেওয়া হবে।

মুম্বই

মুম্বই

দক্ষিণ আফ্রিকায় সনাক্ত হওয়া নতুন মারাত্মক কোভিড-১৯-এর ভ্যারিয়ান্টের আতঙ্কে মুম্বইয়ের মেয়র কিশোরী পেডনেকার শনিবার জানিয়েছেন যে দক্ষিণ আফ্রিকা থেকে যে সব যাত্রী এই শহরে আসবেন তাঁরা কোয়ারেন্টাইনে থাকবেন। যে কোনও আন্তর্জাতিক গন্তব্য থেকে রাজ্যে প্রবেশকারী সমস্ত ভ্রমণকারী ভারত সরকারের নির্দেশ দ্বারা নিয়ন্ত্রিত হবে। সরকারিন বিবৃতিতে এও জানানো হয় যে এ দেশের যাত্রীদের নয়ত সম্পূর্ণ টিকাকরণ করাতে হবে অথবা ৭২ ঘণ্টার মধ্যে বৈধ আরটি-পিসআর টেস্ট রিপোর্ট বহন করতে হবে। এছাড়াও, ট্যাক্সি/‌ব্যক্তিগত যান, চার চাকা বা কোনও বাসের মধ্যে যদি কেউ কোভিডের যথাযথ বিধি না মেনে চলে তাহলে তাঁর ৫০০ টাকা জরিমানা করা হবে। এছাড়াও চালক/‌হেল্পার/‌কনডাকটারককেও ৫০০ টাকা জরিমানা ও পরিবহন এজেন্সিকেও ১০০০ টাকা জরিমানা এর জন্য দিতে হবে।

গুজরাত

গুজরাত

শনিবার এ রাজ্যেরর এক বিবৃতিতে বলা হয়েছে যে কেন্দ্রীয় মন্ত্রক দ্বারা বিবেচিত '‌ঝুঁকিপ্রবণ'‌ দেশগুলি থেকে গুজরাতে প্রবেশ করা যাত্রীদের কোভিড-১৯ টেস্ট করতে হবে, যদি না তাঁরা সম্পূর্ণ টিকাকরণ না করিয়ে থাকেন। শুক্রবার স্বাস্থ্য মন্ত্রকেরর জারি করা চিঠির বয়ান অনুযায়ী, '‌স্বাস্থ্য মন্ত্রকের জারি করা চিঠি অনুযায়ী বাইরে থেকে আসা সকল যাত্রীদের ক্ষেত্রে আরটি-পিসিআর টেস্ট বাধ্যতামূলক, বিশেষ করে যাদের করোনার দুটি টিকা নেওয়ার শংসাপত্র নেই।' রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব (‌স্বাস্থ্য)‌ মনোজ আগরওয়াল জানিয়েছেন, যাদের সম্পূর্ণ টিকাকরণ করানো রয়েছে তাদেরকে বিমানবন্দরে স্ক্রিনিং করানো হবে এবং সংক্রমণের কোনও উপসর্গ দেখা না গেলে তাদের রাজ্যে প্রবেশ করতে দেওয়া হবে। গুজরাতে দু'‌টি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে, একটি আহমেদাবাদে এবং দ্বিতীয়টি সুরাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ১১ নভেম্বর জারি করা নির্দেশকা অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছেএই রাজ্যকে।

কেরল

কেরল

বিদেশের মাটিতে পাওয়া কোভিড-১৯-এর নতুন ভ্যারিয়ান্ট ওমিক্রনের আতঙ্কে ইতিমধ্যেই কেরলের স্বাস্থ্য বিভাগ রাজ্যে সতর্কতা জারি করেছে। স্বাস্থ্য মন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন যে কেন্দ্র সরকারের নির্দেশিকা অনুযায়ী কেরল পদক্ষেপ করছে। প্রেস রিলিজে স্বাস্থ্য মন্ত্রী বলেছেন, '‌সব বিমানবন্দরকে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে। বর্তমানে উদ্বিগ্ন হওয়ার কারণ না থাকলেও প্রত্যেককে কোভিড নির্দেশিকা কড়াভাবে পালন করতে হবে। সকলকে স্যানিটাইজ ও সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। এখনও যাঁরা ভ্যাকসিন নেননি তাঁরা যেন শীঘ্রই টিকাকরণ করিয়ে নেন।'‌ বীণা জর্জ জানিয়েছেন যে কেন্দ্রীয় নির্দেশিকা অনুযায়ী, বিদেশ থেকে আসা যাত্রীদের ওপর খুব কাছ থেকে নজজরদারি করতে হবে। ভারতে আসা যাত্রীদের ৭২ ঘণ্টার মধ্যে আরটি-পিসিআর টেস্ট করা বাধ্যতামূলক এবং তা আপলোড করতে হবে এয়ার সুবিধা পোর্টালে। কোনও যাত্রীর নমুনায় সন্দেহজনক কিছ পাওয়া গেলে তা মিউট্যান্ট স্ট্রেনের জন্য পাঠানো হবে।

কর্নাটক

কর্নাটক

নতুন কোভিড ভ্যারিয়ান্টের আতঙ্কে, সিদ্ধান্তগুলি কর্নাটকের মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে একটি বৈঠকে পৌঁছেছে যা কেরলের সীমান্ত জেলাগুলিতে নজরদারি বাড়ানোর জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। এছাড়াও মহারাষ্ট্র, কেরল থেকে আসা পড়ুয়াদের জন্য আরটি-পিসিআর টেস্ট বাধ্যতামূলক। ১৪ দিন আগে আসা কেরলের পড়ুয়াদের করোনা টেস্ট করতেই হবে।

CoronaUpdate: দেশে নতুন করে করোনা আক্রান্ত ৮৭৭৪, উদ্বেগ বাড়ছে করোনার নয়া স্ট্রেন ওমিক্রন নিয়েCoronaUpdate: দেশে নতুন করে করোনা আক্রান্ত ৮৭৭৪, উদ্বেগ বাড়ছে করোনার নয়া স্ট্রেন ওমিক্রন নিয়ে

 তামিলনাড়ু

তামিলনাড়ু

আগাম সতর্কতামূলক বন্দোবস্ত হিসাবে এই রাজ্য চারটে আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর নজর রাখছে এবং এই পরিস্থিতিকে ব্যক্তিগতভাবে পরিচাললনা করার জন্য চারজন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। এই আধিকারিকরা চেন্নাই, কোয়েম্বাটোর, মাদুরাই ও তিরুচিরাপল্লী বিমানবন্দরের পরিস্থিতির ওপ নজর রাখবেন।

 মধ্যপ্রদেশ

মধ্যপ্রদেশ

মেডিক্যাল শিক্ষার মন্ত্রী বিশ্বাস সারাঙ্গ জানিয়েছেন যে খুব দ্রুত গতিতে জেনোম সিক্যুয়েন্স করা হচ্ছে। তিনি জানিয়েছেন যে এখনও পর্যন্ত এ রাজ্যে কেউ ওমিক্রন ভ্যারিয়ান্টে আক্রান্ত হননি, পরিস্থিতির ওপর সরকার নজর রাখছে।

দিল্লি

দিল্লি

এদিকে, দিল্লির হাসপাতালগুলিকে উচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে এবং নতুন করোনা ভাইরাস ভ্যারিয়ান্ট ওমিক্রন সনাক্তকরণ এবং অন্যান্য দেশে কেস বৃদ্ধির মধ্যে করোনা ভাইরাস সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজাল মুখ্য সচিব, পুলিশ কমিশনার এবং দিল্লির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন, যে কোনো জরুরি অবস্থা মোকাবিলা করার জন্য সর্বজনীন স্থানে এবং অনুষ্ঠানে সমস্ত কোভিড প্রোটোকল কঠোরভাবে মেনে চলা এবং হাসপাতালের সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করা হয়।

কি বলছে প্রধানমন্ত্রীর দফতর

কি বলছে প্রধানমন্ত্রীর দফতর

শনিবার, প্রধানমন্ত্রী উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সঙ্গে কোভিড-১৯ পরিস্থিতি এবং টিকাকরণের বিষয়ে একটি পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেছিলেন। বৈঠকের পরে পিএমও দ্বারা প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, '‌প্রধানমন্ত্রী ঝুঁকিপ্রবণ দেশগুলির উপর নির্দিষ্টভাবে নজর রাখার নির্দেশ দিয়েছেন। এমনকী এই সমস্ত দেশ থেকে আগত যাত্রীদের নির্দেশিকা অনুসারে তাদের পরীক্ষা নিরীক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে। এই কারণে নির্দিষ্ট নিরাপত্তাবিধিও চালু করার কথা জানান হয়েছে।'‌ প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে, ভারত বেশ কয়েকটি দেশকে তালিকাভুক্ত করেছে। যেসব দেশ থেকে কোভিড-১৯-এর নয়া চরিত্র ওমিক্রন সনাক্তকরণের পরিপ্রেক্ষিতে পর্যটকদের জন্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ করতে হবে। এই দেশগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, বাংলাদেশ বৎসোয়ানা, চিন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবোয়ে, সিঙ্গাপুর, ইজরায়েল, হংকং, ব্রিটেন-সহ ইউরোপের দেশগুলো।

নতুন ভ্যারিয়ান্ট মারাত্মক

নতুন ভ্যারিয়ান্ট মারাত্মক

এই ভ্যারিয়ান্টে প্রথম আক্রান্ত হওয়ার খবর মিলেছে দক্ষিণ আফ্রিকায়। প্রথমবার এই ভ্যারিয়ান্টটি চিহ্নিত হয় ২৪ নভেম্বর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে যে ৯ নভেম্বর সংগৃহীত একটি নমুনা থেকে মিলেছিল বি.১.১.৫২৯। ওমিক্রন দক্ষিণ আফ্রিকা ছাড়াও বেলজিয়াম, হংকং এবং ইজরায়েলেও পৌঁছে গিয়েছে। হু-এর অনুসারে, প্রাথমিক তথ্য খতিয়ে দেখা গিয়েছে, অন্যান্য সংক্রামক ভ্যারিয়ান্টগুলির তুলনায় ওমিক্রনের পুনরায় সংক্রমণের ক্ষমতা বেশি। অর্থাৎ, কারোর একবার এই ভ্যারিয়ান্টের সংক্রমণে করোনা হয়ে গেলে ফের এই ভ্যারিয়ান্টে সংক্রমিত হওয়ার সম্ভাবনার ঝুঁকি রয়েছে। নয়া ভ্যারিয়ান্ট সামনে আসতেই টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। এই সংক্রান্ত তথ্য পেতে কয়েক সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
coronavirus new strain tension centre new rule impose for tourists,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X