For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাস নিয়ে তৈরি মিথে কি আপনিও বিভ্রান্ত হয়ে রয়েছেন? জানুন আসল তথ্য

Google Oneindia Bengali News

করোনা ভাইরাস নিয়ে ক্রমেই বাড়ছে আতঙ্ক বিশ্বজুড়ে। ইতিমধ্যেই এদেশে ৩১ জন আক্রান্ত হয়েছে এই ভাইরাসে। এই পরিস্থিতিতে দেশের সর্বত্রই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এরই মধ্যে করোনা নিয়ে জল্পনা ও গুজব রটেছে বিস্তর। তৈরি হয়েছে বিভিন্ন মিথ। অনেকেই বুঝতে পারছেন না, কোনটা বিশ্বাস করবেন আর কোনটা না। সেই বিভ্রান্তি দূর করতেই জেনে নিন করোনা সম্পর্কিত কিছু সঠিক তথ্য...

নিউমোনিয়ার প্রতিষেধকে কি করোনা ভাইরাস ঠিক হয়?

নিউমোনিয়ার প্রতিষেধকে কি করোনা ভাইরাস ঠিক হয়?

না! নিউমোনিয়া ঠেকাতে যেই প্রতিষেধক ব্যবহার করা হয় তাতে করোনা ভাইরাস রোখা সম্ভব নয়। এই করোনা ভাইরাসটি নতুন। এটির চরিত্র অন্য সব ভাইরাসের থেকে আলাদা। এই ভাইরাস রুখতে প্রয়োজন নতুন কোনও প্রতিষেধক। বর্তমানে বহু বিজ্ঞানী এই ভাইরাসের প্রতিষেধক বের করার চেষঅটা চালাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেই প্রচেষ্টাগুলিকে সাহায্য ও সমর্থন করছে। শরীর ভালো রাখতে নিশ্বাস সম্পর্কিত কোনও প্রতিষেধক নিয়ে রাখতে পারেন। করোনা রুখতে যদিও তা কাজে দেয় না। তবে এতে শরীর ভালো থাকার সম্ভাবনা বাড়বে।

বরফ বা ঠান্ডা আবহাওয়ায় মরে যায় করোনা ভাইরাস?

বরফ বা ঠান্ডা আবহাওয়ায় মরে যায় করোনা ভাইরাস?

ঠান্ডা আবহাওয়া করোনা ভাইরাসকে মারতে পারে না। বাইরের তাপমাত্রা যাই থাকুক, একজন সুস্থ মানুষের শরীরের তাপমাত্রা থাকবে ৩৬.৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। করোনা থেকে বাঁচতে সব থেকে ভালো উপায় হল বারবার হাত ধোয়া। সব থেকে ভালো হয় যদি স্যানিটাইজার ব্যবহার করা যায়।

গরম জলে স্নান কি করোনা থেকে আপনাকে রক্ষা করবে?

গরম জলে স্নান কি করোনা থেকে আপনাকে রক্ষা করবে?

না! গরম জলে স্নান করলে করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়া যাবে না। স্নান করলেও সুস্থ মানুষের শরীরের তাপমাত্রা থাকবে ৩৬.৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। বরং হাত স্বচ্ছ রাখা ও নাকে, মুখে, চোখে হাত দেওয়া থেকে বিরত থাকা করোনা থেকে রক্ষা পাওয়ার সব থেকে ভআলো উপায়।

চিনের সামগ্রী কিনলে কি করোনায় আক্রান্ত হওয়ার ভয় আছে?

চিনের সামগ্রী কিনলে কি করোনায় আক্রান্ত হওয়ার ভয় আছে?

যদিও করোনা ভাইরাস কোনও এক জিনিসের উপর অনেক দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। তবে এত দূর থেকে এসে, বিভিন্ন পরিস্থিতি পার করে এসে ও বিভিন্ন তাপমাত্রা পার করে এসে এই ভাইরাস বেঁচে থাকতে পারে না। তবে আপনার যদি মনে হয় যে কোনও জিনিসের উপর এই ভাইরাস থাকতে পারে তবে সেটিকে ভালো ভাবে ধুয়ে নিন। পরে নিজের হাতও ভালো করে ধুয়ে নিন।

মশার কামড়ে কি করোনা হতে পারে?

মশার কামড়ে কি করোনা হতে পারে?

এখনও পর্যন্ত এরকম কোনও প্রমাণ পাওয়া যায়নি যে মসার কামড়ে করোনা ভাইরাস ছড়াতে পারে। নতুন এই করোনা ভাইরাস তখনই ছড়াবে যখন আক্রান্ত কোনও ব্যক্তি কাশবেন বা হাঁচি দেবেন। এই পরিস্থিতিতে ঠান্ডা লেগেছে এরকম কারোর থেকে দূরে থাকবেন। এবং যত সম্ভব এর বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন।

পোষ্যদের থেকে কি করোনা ছড়াতে পারে?

পোষ্যদের থেকে কি করোনা ছড়াতে পারে?

পোষ্যদের থেকে সরাসরিভাবে করোনা ভাইরাস এসেছে,এমন খবর পাওয়া যায়নি। তবে পোষ্য জীবজন্তুদের থেকে এটা ছড়ানোর সেভাবে সুযোগ নেই। কিন্তু সাবধানতা সবসময় প্রয়োজন।

থার্মাল স্ক্যানার দিয়ে কি করোনা আক্রান্তকে চিহ্নিত করা যায়?

থার্মাল স্ক্যানার দিয়ে কি করোনা আক্রান্তকে চিহ্নিত করা যায়?

থার্মাল স্ক্যানার দিয়ে জ্বর ধরা পড়লেও সেই ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ রয়েছে কি না তা বোঝার কোনও উপায় নেই। কারণ করোনা ভাইরাস শরীরে ঢুকলে ২ থেকে ১০ দিন সময় লাগে সেই ব্যক্তিকে কাবু করতে।

হ্যান্ড ড্রায়ার দিয়ে কি করোনা ভাইরাস মারা যায়?

হ্যান্ড ড্রায়ার দিয়ে কি করোনা ভাইরাস মারা যায়?

না! হ্যান্ড ড্রায়ার ব্যবহার করে করোনা ভাইরাস মারা যায় না। করোনা থেকে বাঁচতে সব থেকে ভালো উপায় হল বারবার হাত ধোয়া। সব থেকে ভালো হয় যদি স্যানিটাইজার ব্যবহার করা যায়। আর হাত ধুয়ে তারপর কাগজের টিশু বা ড্রায়ারের নিচে রেখে সেটিকে শুকিয়ে নিতে পারেন।

ইউভি রশ্মি দিয়ে কি করোনা মারা যায়?

ইউভি রশ্মি দিয়ে কি করোনা মারা যায়?

করোনা ভাইরাস থেকে বাঁচতে হাত স্টেরিলাইজ করতে ইউভি রশ্মি ব্যবহার করা উচিত নয়। কারণ ইউভি রশ্মি ব্যবহার করলে চামড়ায় জ্বালা করবে।

শরীরে অ্যালকহল বা ক্লোরিন স্প্রে করলে কি করোনা থেকে মুক্তি?

শরীরে অ্যালকহল বা ক্লোরিন স্প্রে করলে কি করোনা থেকে মুক্তি?

না! শরীরে যেই ভাইরাস ঢুকে গিয়েছে তা কোনও ভাবেই ক্লোরিন বা অ্যালকহল ব্যবহার করে মারা যায় না। তবে অ্যালকহল বা ক্লোরিন স্প্রে করে কোনও বস্তুকে স্বচ্ছ করে তুলতে পারেন। তাতে ভাইরাস ছড়ানো আটকানো যেতে পারে।

English summary
Coronavirus Myths and Real Facts that need to be known
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X