For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গ্যাস সিলিন্ডারের কাছে স্যানিটাইজার ব্যবহার করতে সাবধান! কী পরিণতি হল ব্যক্তির

গ্যাস সিলিন্ডারের কাছে স্যানিটাইজার ব্যবহার করতে সাবধান! কী পরিণতি হল ব্যক্তির

  • |
Google Oneindia Bengali News

হ্যান্ড স্যানিটাইজারের চাহিদা দেশজুড়ে। করোনা মোকাবিলায় হ্যান্ড স্যানিটাইজার অন্যতম অস্ত্র বলে চিহ্নিত হয়েছে। স্যানিটাইজারের চাহিদা ক্রমেই বাজাড়ে বাড়ছে। এদিকে হাতে লাগানো ছাড়াও , পোশাকে বা কাপড়েও অবেকে স্যানিটাইজার লাগিয়ে রাখছেন, এর জেরেই ঘটে গিয়েছে ভয়াবহ কাণ্ড।

গ্যাস সিলিন্ডারের কাছে স্যানিটাইজার ব্যবহার করতে সাবধান! কী পরিণতি হল ব্যক্তির

হরিয়ানার রেওয়ারির এক ব্য়ক্তি পোশাকে হ্যান্ড স্যানিটাইজার লাগিয়েছিলেন। আর সেই পোশাক পরেই তিনি গ্যাস সিলিন্ডারের কাছে এসেছিলেন। এরপর ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গিয়েছে। আগুনে ঝলসে গিয়েছে ব্যক্তির দেহের ৩৫ শতাংশ। তাঁকে হাসপাতালে নিয়ে যেতেই তড়িঘড়ি চিকিৎসা শুরু হয়। আপাতত তিনি সুস্থ হয়ে উঠছেন।

উল্লেখ্য, স্যানিটাইজারে থাকে ইথাইল অ্যালকোহল। ৬২ শতাংশ পর্যন্ত এই ইথাইল অ্যালকোহল স্যানিটাইজারে থাকলে তা 'হাইলি ফ্লেমেবল' বলে জানা যায়। ফলে ঘটকে পারে অগ্নিকাণ্ড।চিকিৎসকদের মতে, স্যানিটাইজারে নির্দিষ্ট পরিমাণের বেশি ইথাইল অ্যালকোহল দেওয়া থাকলে তা বিপদ ডেকে আনতে পারে।

English summary
Coronavirus, Man got burn injury after hand sanitizer spill gets close to gas cylinder
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X