For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা লকডাউনে উস্কে গেল দানা মাঝির স্মৃতি! নিথর ছেলের শব কাঁধে বাবা হাঁটলেন ৮৮ কিমি পথ

  • |
Google Oneindia Bengali News

হেঁটে চলেছেন.. শুধু হাঁটছেন। রাস্তা যেন শেষ হচ্ছে না। হাতের মধ্যে যা রয়েছে তার ভার শুধু শারীরিকভাবেই সহ্য করতে হচ্ছে না, সহ্য করতে হয়েছে মানসিকভাবেও! ওড়িশার কালাহান্দির রাস্তায় বছর কয়েক আগে এমন দৃশ্য উঠে এসেছিল দানা মাঝির হাত ধরে। যাঁর হাতে সেদিন ছিল মৃত স্ত্রীর দেহ, আর পাশে হাঁটছিল ১২ বছরের মেয়ে। সেদিন অ্যাম্বুলেন্স বা শববাহী গাড়ি অর্থের অভাবে পাননি দানা মাঝি। আর আজ সেই স্মৃতি উস্কে দিলেন অন্ধ্রপ্রদেশের মনচলা মনোহর।

করোনা লকডাউনে উস্কে গেল দানা মাঝির স্মৃতি! নিথর ছেলের শব কাঁধে বাবা হাঁটলেন ৮৮ কিমি পথ

সেই একই হাঁটা, যে পথ পেরিয়ে যেতে হয়েছে দানা মাঝিকে , সেই পথই পেরিয়েছেন মনচলা। আজ মনচলা মনোহরের হাতে ছিল তাঁর ৫ বছরের ছেলের মৃতদেহ। যাকে হাতে নিয়ে শশ্মানের উদ্দেশে ৮৮ কিলোমিটার হেঁটেছেন তিনি। করোনার আতঙ্ক, লকডাউনের জেরে স্তব্ধ দেশ, মনচলার হাঁটা থামাতে পারেনি।

মনচলার ছেলের ফুসফুসে সংক্রমণ হয়েছিল। খুব অসুস্থ ছিল সে। ছেলেকে হাসপাতালে ভর্তি করেছিল মনোহর। সেই সরকারি হাসপাতাল আরও বড় হাসপাতালে ভর্তির নির্দেশ দেয় মনচলাকে। কিন্তু সামর্থ ছিলনা। কোল শূন্য করে চলে গেল ছেলে। তারপর ছেলের শেষকৃত্যটুকু করার চরম উদ্যমে হেঁটেছে মনচলা। ৮৮ কিলোমিটার রাস্তা সে হেঁটেছে কড়া কার্ফুর মধ্যে। শেষে চিত্রাবতী নদীর তীরে পৌঁছে ক্লান্ত মনচলা সম্পন্ন করেছে ছেলের শেষকৃত্য। আর একজন দানা মাঝিকে দেখল ভারত। আরও একবার অসহায় করুণ দৃশ্য মেনে নিতে হল দেশকে।

English summary
Coronavirus lockdown, Man walks 88 km for son's Crematorium
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X