For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার জেরে ২১ দিনের লকডাউন ভারতে কত কোটি টাকার ক্ষতি ডেকে আনবে! ত্রাস অর্থনীতিতে

করোনার জেরে লকডাউন ভারতে কত কোটি টাকার ক্ষতি ডেকে আনবে! ত্রাস অর্থনীতিতে

  • |
Google Oneindia Bengali News

বিভিন্ন সংস্থাতেই ইতিমধ্যে বেতন কাটছাঁটের তত্ত্ব উঠে আসতে শুরু করেছে। কোভিড ১৯ এর জেরে জিডিপির ৪ শতাংশের মতো ৭তির পরিসংখ্যান আপাতত ভারতের বুক থেকে উঠে আসতে শুরু করেছে। এমনই দাবি বিশেষজ্ঞ মহলের। একনজরে দেখে নেওয়া যাক ২১ দিনের লক ডাউনে ভারতের অর্থনীতিতে কেমন প্রভাব পড়বে।

 কতটা প্রভাব পড়বে অর্থনীতিতে?

কতটা প্রভাব পড়বে অর্থনীতিতে?

৩ সপ্তাহের জন্য লক ডাউন ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এই লক ডাউন নিয়ে বিশেষজ্ঞদের বার্তা ২১ দিনের এই লম্বা স্তব্ধতা ৯ লাখ কোটি টাকার মতো আর্থিক ক্ষতি করবে দেশে। জিডিপির ক্ষেত্রেও তা ভারী পতনের ডাক দিতে চলেছে।

এর প্রভাব '২১ এর আর্থিক বছরে পড়বে!

এর প্রভাব '২১ এর আর্থিক বছরে পড়বে!

বিশেষজ্ঞদের দাবি, ১২০ বিলিয়ন ডলারের ক্ষতি ২০২১ আর্থিক বছরে ভীষণ ভাবে পড়তে চলেছে। অর জেরে সারা দেশের জিডিপির ৪ শতাংশ ক্ষতি হবে। ২০২১ সালের আর্থিক বছরে ৩.৫ থেকে ১.৭ শতাংশে পড়তে পারে আর্থিক বছরে বৃদ্ধির হার।

বিশেষজ্ঞদের দাবি

বিশেষজ্ঞদের দাবি

করোনার জেরে এই ২১ দিব ব্যাপী লকডাউন ভারতীয় অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে। ব্রিটিশ ব্রোকারেজদের মতে, এই বিষয়ে ভারত সরকার কোনও বার্তা না দিলেও অর্থনীতি নিয়ে বড়সড় পদক্ষেপ নিতে হবে সরকারকে। আরবিআই এপ্রিলে ০.৬৫ রেট কাটের দিকে এগিয়ে যাবে এমন পরিস্থিতি সামলাতে , বলে আশা তাঁদের। সেক্ষেত্রে গোটা বছরে ১ শতাংশ সুদের হার কাটছাঁট হতে পারে।

English summary
Coronavirus in India, Lockdown may cause 9 Lakh Crore, says Expert .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X