For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরও কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৩১০ জনের

আরও কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৩১০ জনের

Google Oneindia Bengali News

দেশের দৈনিক করোনা ভাইরাসের সংক্রণ গতকালের চেয়ে আরও কমল। দেশের করোনা গ্রাফ নিম্নমুখী। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২,৩৮,০১৮ জন। গতকালের চেয়ে ২০,০৭১ জন কম আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন ৩১০ জন। গতকালের চেয়ে মৃতের সংখ্যা অনেকটাই বেড়েছে সুস্থতার সংখ্যাও।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৩১০ জনের

করোনা সংক্রমণের গ্রাফ হঠাৎ করে নিম্নমুখী হতে শুরু করেছে। তাহলে কি করোনা সংক্রমণের থার্ড ওয়েভের ধাক্কা সামলে উঠছে দেশ। করোনা সংক্রমণের পরিস্থিতি কী সেই আগের মত হতে শুরু করেছে। নতুন করে আশার আলো দেখছেন মানুষ। গত ১৪ ঘণ্টায় দেশে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা অনেকটাই কমেছে। অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১৭,৩৬,৬২৮ জন। দৈনিক পজিটিভিটি রেট কমে হয়েছে ১৪.৪৩ শতাংশ। গতকাল সংখ্যাটা অনেক ছিল। দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই কমার সঙ্গে সঙ্গে পজিটিভিটি রেট কমে গিয়েছে অনেকটাই।

দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা কিন্তু বাড়ছে। এখনও পর্যন্ত দেশে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন ৮,৮৯১ জন। গতকালের েচয়ে ৮.৩১ শতাংশ বেড়েছে দেশের ওমিক্রন আক্রান্ত সংখ্যা। করোনা টিকাকরণের জন্যই থার্ড ওয়েভে পরিস্থিতি আয়ত্তের মধ্যে আনা গিয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। এদিকে আবার করোনা আক্রান্ত হয়েছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। মৃদু উপসর্গ থাকায় বাড়িতেই রয়েছেন তিনি। এর আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনিই বাড়িতেই আইসেলোশনে ছিলেন। করোনা সংক্রমণের থার্ড ওয়েভে সেকেন্ড ওয়েভের মত মারাত্মক পরিস্থিতি তৈরি হয়নি। অনেকটাই পরিস্থিতি আয়ত্তের মধ্যে রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শ মেনে মাইক্রো কন্টেনমেন্ট জোন তৈরি করে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিনিয়ন সব রাজ্যের করোনা পরিস্থিতির দিকে নজর রেখেছেন।

গতকাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন দেশে ১৫৮.০৪ কোটি করোনা টিকাকরণ হয়ে গিয়েছে। আরও ৮০ লক্ষ করোনা টিকা আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়বে বলে মনে করা হচ্ছে। এদিকে পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯,৩৮৫ জন। রবিবারের থেকে প্রায় সাড়ে ৫ হাজার জন কম আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসের সংক্রমণে। কাজেই রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ কমতে শুরু করেছে। শুধু কলকাতা নয় রাজধানী দিল্লি এবং মুম্বইয়ের করোনা ভাইরাসের সংক্রমণও কমতে শুরু করে দিয়েছে। এতে অনেকটা আশার আলো দেখছেন গবেষকরা। যদিও তাঁরা জানিয়েছেন এবার যেসব রাজ্যে এখনও তেমন সংক্রমণ শুরু হয়নি সেই সব রাজ্যে বাড়তে শুরু করবে করোনা ভাইরাসের সংক্রমণ।

English summary
Coronavirus Daily infection update news
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X