For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্বাধীনতা দিবসের প্রাক্কালে ফের করোনা রেকর্ড, ২৫ লক্ষ সংক্রমণের গণ্ডি ছাড়াল ভারতে!

Google Oneindia Bengali News

প্রতিদিনই দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টাতেও সংক্রমণ ৬০ হাজারের বেশি। আর এদিন সন্ধ্যাতেই মোট আক্রান্তের সংখ্যা ২৫ লক্ষ ছাড়িয়েছে। এদিন সকাল পর্যন্ত ২৪ লক্ষ ৬১ হাজার ১৯১ জন করোনায় সংক্রমিত হয়েছিলেন। সেই সংখ্যাই ২৫ লক্ষের গণ্ডি ছাড়াল। এখন দেশে মোট কেসের সংখ্যা ২৫ লক্ষ ১০ হাজার। দেশে সুস্থের হার ৭০.১৭ শতাংশ।

শেষ ১০দিনে বিশ্বে সর্বাধিক দৈনিক সংক্রমণ হয়েছে ভারতে

শেষ ১০দিনে বিশ্বে সর্বাধিক দৈনিক সংক্রমণ হয়েছে ভারতে

শেষ ১০দিনে বিশ্বে সর্বাধিক দৈনিক সংক্রমণ হয়েছে ভারতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ৪ অগাস্ট থেকে ১৩ অগাস্ট পর্যন্ত ভারতে দৈনিক সংক্রমণের সংখ্যা বিশ্বে সর্বাধিক। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬৪ হাজার ৫৫৩জন।

সুস্থতার হার ভালো

সুস্থতার হার ভালো

তবে সুস্থের হারও কম নয়। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৫ হাজার ৫৭৩ জন। এখনও পর্যন্ত দেশে মোট সুস্থ ১৭ লক্ষেরও বেশি মানুষ। ফলত, ৭০ শতাংশের উপর মানুষ করোনা মুক্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০০৭ জনের। মোট মৃতের সংখ্যা ৪৮ হাজার ছাড়িয়েছে।

সংক্রমণের নিরিখে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র

সংক্রমণের নিরিখে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র

সংক্রমণের নিরিখে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৬০ হাজার ১২৬। সক্রিয় আক্রান্ত ১ লাখ ৫০ হাজার ১০৫। শীর্ষ তালিকায় মহারাষ্ট্রের পরই রয়েছে তামিলনাড়ু। সংশ্লিষ্ট রাজ্যে মোট সংক্রমিত ৩ লাখ ২০ হাজার ৩৫৫। সক্রিয় আক্রান্ত ৫৩ হাজার ৪৯৯। আক্রান্তের নিরিখে পিছিয়ে নেই অন্ধ্রপ্রদেশও। সেখানে এখনও পর্যন্ত ২ লাখ ৬৪ হাজার ১৪২ জন করোনা সংক্রমিত হয়েছেন। সক্রিয় আক্রান্ত ৯০ হাজার ৭৮০।

রেকর্ড করোনা পরীক্ষা

রেকর্ড করোনা পরীক্ষা

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের তরফে জানানো হয়েছে, গতকাল ৮ লাখ ৪৮ হাজার ৭২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। গতকাল পর্যন্ত মোট ২ কোটি ৭৬ লাখ ৯৪ হাজার ৪১৬ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

English summary
Coronavirus cases in India crosses 25 lakh barrier on the eve of 74th Independence day
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X