For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা-লকডাউনে দরিদ্র বেড়েছে দ্বিগুণ, দ্বিতীয় তরঙ্গ ভাসিয়ে নিয়ে যাবে মধ্যবিত্তদের, শঙ্কা

করোনা-লকডাউনে দরিদ্র বেড়েছে দ্বিগুণ, দ্বিতীয় তরঙ্গ ভাসিয়ে নিয়ে যাবে মধ্যবিত্তদের, শঙ্কা

Google Oneindia Bengali News

২০২০-র করোনা লকডাউন দেশের কোটি মানুষের কর্মসংস্থান কেড়ে নিয়েছিল। ফলে এক লাফে দেশের বুকে দরিদ্র বেড়ে গিয়েছিল দ্বিগুণ। করোনা মহামারীর প্রথম ধাক্কার পর ফের দ্বিতীয় তরঙ্গ আছড়ে পড়েছে ভারতে। এই পরিস্থিতিতে দেশের কর্মসংস্থানের হাল কী হবে, তা নিয়ে একটি গবেষণা রিপোর্ট সামনে এসেছে। সেখানে দারিদ্র নিয়ে অশনি সংকেত রয়েছে।

ভারতীয়দের আয় ও অর্থনৈতিক বৃদ্ধি অনেকটাই নেমে গিয়েছে

ভারতীয়দের আয় ও অর্থনৈতিক বৃদ্ধি অনেকটাই নেমে গিয়েছে

সম্প্রতি পিউ রিসার্চ সেন্টার নামক এক মার্কিন সংস্থা তাদের গবেষণা রিপোর্টে বলেছে, প্রথম করোনা-লকডাউনের ধাক্কায় ভারতে দারিদ্র বেড়ে গিয়েছে প্রায় দ্বিগুণ। লকডাউনে ভারতীয়দের আয় ও অর্থনৈতিক বৃদ্ধি অনেকটাই নেমে গিয়েছে। শিল্পক্ষেত্রে নেমে এসেছে বিপর্যয়। ফলে কাজ হারিয়েছে অগণিত মানুষ।

করোনার প্রথম স্ট্রেনের বর্ষপূর্তি হতে না হতে দ্বিতীয় ঢেউ

করোনার প্রথম স্ট্রেনের বর্ষপূর্তি হতে না হতে দ্বিতীয় ঢেউ

করোনার প্রথম স্ট্রেনের বর্ষপূর্তি হতে না হতে দেশে আছড়ে পড়েছে দ্বিতীয় স্ট্রেনের ঢেউ। আর এবার এতটাই হঠাৎ এবং মহামারী রূপে করোনা এসেছে যে সংক্রমণ কোনও বাধ মানছে না। ভারতই এখন দৈনিক সংক্রমণে বিশ্বের শীর্ষে রয়েছে। এই অবস্থায় আরও ভয়াবহ অর্থনৈতিক পরিস্থিতির ভীতি রয়েছে বলে আশঙ্কা করা হয়েছে।

আয় অনুযায়ী পাঁচটি ভাগে বিভক্ত ভারতীয়রা

আয় অনুযায়ী পাঁচটি ভাগে বিভক্ত ভারতীয়রা

মার্কিন গবেষণা সংস্থা ভারতীয়দের আয় অনুযায়ী পাঁচটি ভাগে ভাগ করেছে। ১) দরিদ্র, যাঁদের আয় দৈনিক ২ ডলারের কম। ২) নিম্ন মধ্যবিত্ত, যাঁদের আয় দুই ডলারের ঊর্ধ্বে এবং ১০ ডলার পর্যন্ত। ৩) মধ্যবিত্ত, যাঁদের আয় ১০ ডলারের ঊর্ধ্বে ২০ ডলার পর্যন্ত, ৪) উচ্চ মধ্যবিত্ত, যাঁদের আয় ২০ ডলারের ঊর্ধ্বে ৫০ ডলার পর্যন্ত। ৫) ধনী বা উচ্চ আয় সম্পন্ন অর্থাৎ যাঁদের আয় দৈনিক ৫০ ডলারের উপরে।

দরিদ্র বেড়েছে দ্বিগুমেরও বেশি, মধ্যবিত্তরাই বেশি সংকটে

দরিদ্র বেড়েছে দ্বিগুমেরও বেশি, মধ্যবিত্তরাই বেশি সংকটে

সমীক্ষায় প্রকাশ দৈনিক ২ ডলারের নিচে উপার্জনকারীদের অর্থাৎ দরিদ্র শ্রেণির মানুষের সংখ্যা করোনার লকডাউনে ৬ কোটি থেকে বেড়ে ১৩.৪ কোটি হয়েছে গিয়েছে। অর্থার বেড়েছে প্রায় সাড়ে সাত কোটি। আর মধ্যবিত্তের সংখ্যা ৯.৯ কোটি থেকে নেমে ৬.৬ কোটি হয়ে গিয়েছে। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মধ্যবিত্তরা।

করোনার দ্বিতীয় ঢেউয়ে অর্থনীতির হাল হবে শোচনীয়

করোনার দ্বিতীয় ঢেউয়ে অর্থনীতির হাল হবে শোচনীয়

গবেষণা রিপোর্ট বলছে, উচ্চবিত্তদের সংখ্যাও কমেছে। তবে অপেক্ষাকৃত অনেকটাই কম। এরই মধ্যে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। মে মাসেও পরিস্থিতি নিয়ন্ত্রমে না এলে কোটি কোটি মানুষ কাজ হারাবেন বলে আশঙ্কা করা হয়েছে এই গবেষণায়। দেশের অর্থনীতির হাল শোচনীয় অবস্থায় পৌঁছে যাবে।

অক্সিজেনের ঘাটতি ঠেকাতে একযোগে মাঠে নামছে রেল-বায়ুসেনা, দেশজোড়া আতঙ্কের মাঝেই বার্তা মোদীর অক্সিজেনের ঘাটতি ঠেকাতে একযোগে মাঠে নামছে রেল-বায়ুসেনা, দেশজোড়া আতঙ্কের মাঝেই বার্তা মোদীর

English summary
Corona Second wave will bring great trouble for middle class in India and increase Poor persons
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X