For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংক্রমণের মাঝেই স্বস্তি, মাত্র ৩৫ টাকাতেই করোনার ওষুধ মিলবে বাজারে

সংক্রমণের মাঝেই স্বস্তি, মাত্র ৩৫ টাকাতেই করোনার ওষুধ মিলবে বাজারে

  • |
Google Oneindia Bengali News

কোভিশিল্ড, কোভ্যাক্সিন আবিষ্কার হওয়ার পরই বিদ্যুৎ গতিতে গণটিকাকরণের পথে হেঁটেছে ভারত৷ বিশেষজ্ঞরা বলেছিলেন, কোভিড রুখতে স্বাস্থ্যবিধি পালনের পাশাপাশি গণটিকাকরণই প্রকৃত দাওয়াই। একে বছর ধরে সেই প্রক্রিয়া চলছে দেশজুড়ে৷ তবে এখনও সাধারণ মানুষের নাগালের বাইরে টিকা। এমতাবস্থায় কোভিড নিরাময়কারী ওষুধ আনার কথা বলল ম্যানকাইন্ড ফার্মা।

আগামী সপ্তাহেই বাজারে মিলবে ওষুধ?

আগামী সপ্তাহেই বাজারে মিলবে ওষুধ?

দেশের অন্যতম ওষুধ প্রস্তুতকারী সংস্থা ম্যানকাইন্ড ফার্মাসিউটিক্যালস। আগামী সপ্তাহের মধ্যেই সবচেয়ে সস্তা ক্যাপসুল আনার ঘোষণা করল তারা৷ মলনুপিরাভির নামক ক্যাপসুলটির দাম হবে প্রতি পিস মাত্র ৩৫ টাকা। সংস্থার চেয়ারম্যান আরসি জুনেজা বলেন, মলুলাইফ চিকিৎসায় সবমিলিয়ে খরচ হবে ১৪০০ টাকা। আগামী সপ্তাহ থেকেই বাজারে বিক্রি হবে এই ওষুধটি৷ মলনুপিরাভির ক্যাপসুলের ডোজও একেবারে জলবৎ তরলং। মলনুপিরাভির ৮০০ এমজি ক্যাপসুলটি পাঁচদিন ধরে দু'বার করে নিতে হবে৷ একজন রোগী ২০০এমজি মেডিকেশনের ক্যাপসুল নিলে তাকে গ্রহণ করতে হবে মোট ৪০টি ট্যাবলেট। টরেনড়, সিপলা, সান ফার্মা, ডাঃ রেড্ডিস, ন্যাটকো, ম্যালান, হেটেরোর মতো ১৩ টি ভারতীয় ফার্মাসিউটিক্যাল সংস্থা এই ওরাল পিল প্রস্তুত করবে।

মিলেছে সরকারি ছাড়পত্র!

মিলেছে সরকারি ছাড়পত্র!

ইতিমধ্যেই সরকারের কাছে ছাড়পত্রও পেয়েছে ওষুধটি। যে সমস্ত প্রাপ্তবয়স্করা কোভিড আক্রান্ত এবং দ্রুত গতিতে ভাইরাসটি ছড়িয়ে পড়ছে দেহে। তাদের এই ওষুধ ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এমএসডি এবং রিডজেব্যাক বায়োথেরাপিউটিক্স এই ওষুধটি প্রস্তুত করেছে। ইতিমধ্যেই ইউকে মেডিসিন অ্যান্ড হেলথকেয়ার রেগুলেটরি এজেন্সি অ্যান্ড ইউএস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এবং ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এই ক্যাপসুলটির ছাড়পত্র দিয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে সিপলা, সান ফার্মার মতো সংস্থাগুলিও ক্যাপসুল আনবে বাজারে।

সিপলা, রেডিও পিছিয়ে নেই!

সিপলা, রেডিও পিছিয়ে নেই!

সিপ্লা, সান ফার্মা, এবং ডঃ রেড্ডি'স ল্যাবরেটরিও আগামী সপ্তাহগুলিতে মলনুপিরাভির ক্যাপসুল বাজারে আনছে৷ ম্যানকাইন্ড ছাড়া অন্য কোম্পানিগুলির ওষুধের সম্পূর্ণ কোর্সের জন্য সাধারণ মানুষকে দুই থেকে তিন হাজার টাকার মধ্যে খরচ করতে হবে বলে আশা করা হচ্ছে। বেশিরভাগ কোম্পানিই মার্ক শার্প ডোহমে (এমএসডি) এর সঙ্গে ভারতে এবং ১০০ টিরও বেশি নিম্ন ও মধ্য আয়ের দেশগুলিতে মলনুপিরাভির তৈরি ও সরবরাহ করার জন্য একটি স্বেচ্ছাসেবী লাইসেন্সিং চুক্তি করেছে।

দেশে ২০০ আক্রান্তের মধ্যে এই মুহূর্তে অক্সিজেন সাপোর্ট কতজনের দরকার, জানাল AHPIদেশে ২০০ আক্রান্তের মধ্যে এই মুহূর্তে অক্সিজেন সাপোর্ট কতজনের দরকার, জানাল AHPI

কে কোন নামে ওষুধ আনবে বাজারে?

কে কোন নামে ওষুধ আনবে বাজারে?

দেশের অন্যতম বড় ওষুধ প্রস্তুত কারক সংস্থা সিপলা, সিপমলনু নামে মলনুপিরাভির বাজারজাত করবে বলে সূত্র মারফৎ জানা গিয়েছে। সিপমলনু ২০০ ক্যাপসুল অদূর ভবিষ্যতে সারা দেশে সমস্ত ফার্মেসি এবং কোভিড চিকিৎসা কেন্দ্রগুলিতে পাওয়া যাবে বলেও জানানো হয়েছে। অন্যদিকে ডঃ রেড্ডিস বলেছেন যে এটি শীঘ্রই মলফ্লু ব্র্যান্ড নামে দেশে মলনুপিরাভির ২০০ ক্যাপসুল চালু করবে।

প্রতীকী ছবি

English summary
Corona's medicine will be available at 35 rupees, says Mankind pharma
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X