For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুম্বইতে ওমিক্রন আতঙ্ক, ৮০ হাজার আক্রান্তের মৃত্যুর আশঙ্কা মহারাষ্ট্রে

মুম্বইতে ওমিক্রন আতঙ্ক

Google Oneindia Bengali News

ফের সংক্রমণের শিখরে মহারাষ্ট্র। ইতিমধ্যেই ভারতে আছড়ে পড়েছে করোনারি তৃতীয় ঢেউ, একথা কার্যত স্বীকার করে নিয়েছেন বিশেষজ্ঞ থেকে শুরু করে সরকারের শীর্ষ আধিকারিক। এই পরিস্থিতিতে মহারাষ্ট্র সরকার অনুমান করেছে যে, করোনার তৃতীয় ওয়েবে প্রায় ৮০ লক্ষ লোক সংক্রামিত হবে। প্রথম থেকেই করোনা আক্রান্তের তালিকায় উপরের দিকে থাকার পর এবার করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্তের সংখ্যার নিরিখেও তালিকায় শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র।


রাজেশ টোপের বক্তব্য

রাজেশ টোপের বক্তব্য

মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে জানিয়েছেন, করোনার প্রথম ওয়েবে মহারাষ্ট্রে ২০ লক্ষ লোক আক্রান্ত হয়েছিল। দ্বিতীয় ওয়েবে আক্রান্ত হয়েছিল ৪০ লক্ষ লোক। তিনি আরও বলেছেন, তৃতীয় ওয়েবে ৮০ লক্ষ লোকের আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। জঙ্গলে আগুন যেমন দাবানলের মত ছড়িয়ে পড়ে, তেমন এই মহামারী দাবানলের মত ছড়িয়ে পড়ার আগে তাকে নিয়ন্ত্রণ করতে হবে। সংক্রমণকে নিয়ন্ত্রণ করতে রাজ্যের হাসপাতালগুলোতে আরো বেশি স্বাস্থ্যকর্মী চিকিৎসক বাড়াতে হবে। এবার তৃতীয় ওয়েবের পরিসংখ্যানের সম্ভাবনা দেখে আতঙ্কিত হতে হচ্ছেন সকলেই।

স্বাস্থ্য দফতরের আশঙ্কা

স্বাস্থ্য দফতরের আশঙ্কা

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার শুধুমাত্র আইসিইউতে লোক নিয়োগের অনুমোদন দিয়েছে। কিন্তু করোনার এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে গেলে আমাদের কোভিড -১৯ কেয়ার সেন্টারে লোক প্রয়োজন।আমরা স্বাস্থ্য পরিকাঠামোর জন্য কেন্দ্রীয় তহবিলের জন্য অপেক্ষা করছি। কোভিড রোগীদের জন্য ওষুধও কেন্দ্র থেকে সরবরাহ করা উচিত। এক সরকারি আধিকারিক জানিয়েছেন, যদি মৃত্যুর হার ১ শতাংশ হয়, তা হলেও তৃতীয় ওয়েবে মৃত্যুর হার অনেকটাই বাড়বে। যদি মহারাষ্ট্রে ৮০ লক্ষ লোক সংক্রমিত হয়, তাহলে মৃত্যু হবে প্রায় ৮০ হাজার লোকের। এই পরিসংখ্যান কপালে চিন্তার ভাঁজ ফেলতে বাধ্য।

মুম্বইতে ওমিক্রনের ঢেউ

মুম্বইতে ওমিক্রনের ঢেউ

আরব সাগতের তীরে দেশের বাণিজ্য নগরী। প্রথন থেকেই এই মহানগরে করোনার ঢেউ আছড়ে পড়েছে। আর এবার ব্যতিক্রম নয় ওমিক্রন সংক্রমণের বেলাতেও। সংক্রমণের প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের মতোই ফের একবার দেশে সংক্রমণের শীর্ষে উঠে এসেছে মুম্বই। ওই রাজ্যের মোট করোনা আক্রান্তের প্রায় ৭০ শতাংশই মুম্বই থেকে। এমনকি ২৪ভ ঘন্টায় ২ হাজার সংক্রমণের রেকর্ড ও তৈরি করেছে মুম্বই। আর ওমিক্রনের বাড়বাড়ন্তের ফলে চিন্তার ভাঁজ উদ্ধব ঠাকরে সরকারের কপালে।

সুস্থতায় আশার আলো

সুস্থতায় আশার আলো

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্তের সংখ্যার নিরিখেও তালিকায় শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র। উদ্বেগজনক এই পরিস্থিতিতেও কিছুটা আশার আলো দেখছেন চিকিৎসকরা। কারণ মঙ্গলবার মহারাষ্ট্র স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, মহারাষ্ট্রে যে মোট ৫৭৮ জন ওমিক্রন আক্রান্ত রয়েছেন, তাদের মধ্যে কেবল একজনই গুরুতর অসুস্থ। আটজনের রয়েছে মাঝারি উপসর্গ। অর্থাৎ সংক্রমণ দ্রুতগতি ছড়ালেও, গুরুতর অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই কম ওমিক্রনে।

মহারাষ্ট্রে করোনা গ্রাফ

মহারাষ্ট্রে করোনা গ্রাফ

মহারাষ্ট্রে মঙ্গলবার আক্রান্ত হয়েছেন ১৮৪৬৬। ইতিমধ্যে সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬৬,৩০৮। মুম্বাইয়ের মেয়র কিশোর পেডনেকর বলেছেন, যদি দৈনিক সংক্রমণ কুড়ি হাজারের বেশি হয় তাহলে এই রাজ্যে লকডাউন ঘোষণা করা হবে।


English summary
Omicron panic in Mumbai, 80 thousand effectrd feared dead in Maharashtra
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X