For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

CAA- বিরোধী প্রতিবাদে মৃতের সংখ্যা ১৫ ছাড়াল, গুলি চালায়নি পুলিস দাবি উত্তর প্রদেশ পুলিসের

নাগরিকত্ব বিলের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে উত্তর প্রদেশ। মৃতের সংখ্যা ১৫ ছাড়িয়েছে। যদিও পুলিসের দাবি একটিও গুলি পুলিসকর্মীরা চালাননি।

Google Oneindia Bengali News

নাগরিকত্ব বিলের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে উত্তর প্রদেশ। মৃতের সংখ্যা ১৫ ছাড়িয়েছে। যদিও পুলিসের দাবি একটিও গুলি পুলিসকর্মীরা চালাননি। এদিকে ১০০০ রাউন্ড গুলি চলেছে বিক্ষোভ স্থলে। ৪০৫টি খালি কার্তুজ উদ্ধার করেছে পুলিস। পুলিসের দাবি প্রতিবাদীরাই গুলি চালিয়েছে পুলিসকে লক্ষ্য করে। মৃতদের ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে দিশি কার্তুজেই মৃত্যু হয়েছে তাঁদের।

গুলি চালায়নি পুলিস

গুলি চালায়নি পুলিস

গত তিনদিন ধরে উত্তর প্রদেশ জুড়ে হিংসাত্মক আন্দোলন চলছে। শুরুটা হয়েছিল লখনউ দিয়ে। তারপর রামপুর এবং কানপুরে তা ছড়িয়ে পড়ে। প্রতিবাদীদের হিংসাত্মক আন্দোলনে অসংখ্য গাড়িতে আগুন ধরেছে। সরকারি যানবাহন পোড়ানো হয়েছে। পুলিসকে লক্ষ্য করে ইট ছুড়েছে আন্দোলনকারীরা। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৫ ছাড়িয়েছে। প্রত্যেকেরই মৃত্যু হয়েছে গুলিতে। কিন্তু পুলিসের দাবি একটি গুলিও পুলিসকর্মীরা চালাননি। প্রত্যেকটি গুলি চালিয়েছে প্রতিবাদীরা। উত্তর প্রদেশ পুলিসের ডিজি ওপি সিং জানিয়েছেন, মহিলা এবং শিশুদের দিয়ে রক্ষাকবচ তৈরি করেছিলেন আন্দোলনকারীরা। পুলিসের দাবি সেকারণে কোনওভাবেই পুলিস গুলি চালায়নি। আন্দোলনকারীদের মধ্যেই গুলি চালানোর কারণে মৃত্যু হয়েছে। ডিজির দাবি কোনও পুলিসকর্মী যদি গুলি চালিয়েছে বলে প্রমাণ হয় তাহলে তাঁদের বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্ত হবে

বিক্ষোভে উত্তাল উত্তল প্রদেশ

বিক্ষোভে উত্তাল উত্তল প্রদেশ

গত কয়েকদিন ধরে উত্তর প্রদেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়েছে। উত্তর প্রদেশের লখনউ,ভাদোই, বাহরিচ, আমরোহা, ফারুকাবাদ, গাজিয়াবাদ, বারাণসী, মুজফফরনগর, শাহারানপুর, হাপুর, হাথরাস, বুলন্দশহর, হামিরপুর এবং মাহোবা জেলায় বিক্ষোভ হিংসাত্মক আকার নেয়। উত্তর প্রদেশ পুলিসের ডিজি দাবি করেছেন কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের মদতে হিংসা ছড়িয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

বহিরাগতরাও হিংসায় সামিল

বহিরাগতরাও হিংসায় সামিল

উত্তর প্রদেশ পুলিসের দাবি সিএএ বিরোধী আন্দোলনে বহিরাগতরাও সামিল হয়েছিল। তারাই বেশি করে হিংসা ছড়িয়েছে। একাধিক স্থানে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চিহ্নিত করা হচ্ছে। জনদণের সম্পত্তি নষ্ট করায় কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে নির্দেশিকা জারি করেছে উত্তর প্রদেশ সরকার।

'নাগরিকত্ব নিয়ে গুজব রটাচ্ছে আরবান নকশালরা', রামলীলা ময়দান থেকে অভিযোগ মোদীর'নাগরিকত্ব নিয়ে গুজব রটাচ্ছে আরবান নকশালরা', রামলীলা ময়দান থেকে অভিযোগ মোদীর

'কোনও ডিটেনশন সেন্টার ভারতীয় মুসলিমদের জন্য হচ্ছে না', রামলীলা থেকে আশ্বাসবাণী মোদীর 'কোনও ডিটেনশন সেন্টার ভারতীয় মুসলিমদের জন্য হচ্ছে না', রামলীলা থেকে আশ্বাসবাণী মোদীর

English summary
Cops not fire single bullet claim UP Police
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X