For Quick Alerts
For Daily Alerts
দাউদের আত্মীয়র বিয়েতে হাজির পুলিশকর্মী থেকে রাজনীতিকরা? এই ব্যবস্থা নিল পুলিশ প্রশাসন
মহারাষ্ট্রের নাসিকে, আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের আত্মীয়র বিয়েতে নিমন্ত্রিত হিসাবে হাজির ছিলেন একাধিক পুলিশ কর্মী। শুধু পুলিশ নয়, শোনা যাচ্ছে সেখানে নাকি হাজির ছিলেন রাজনৈতিক বহু ব্যক্তিত্বও। এক সংবাদপত্রে এই খবর প্রকাশ হতেই নড়েচড়ে বসেছে মহারাষ্ট্রের পুলিশ প্রশাসন।
পুলিশের বিরুদ্ধে এই ধরণের অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত চালু করা হয়েছে বলে জানিয়েছেন নাসিকের পুলিশ কমিশনার রবীন্দ্র সিঙ্ঘল। কোন কোন পুলিশ কর্মী সেখানে গিয়েছিলেন, আদৌ গিয়েছিলেন কী না , সেই সমস্ত নিয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছেন তিনি।

জানা যাচ্ছে, ভারতের মোস্ট ওয়ান্টেড আন্ডারওয়ার্লড ডনের আত্মীয়র বিয়েতে যাওয়ার অভিযোগ রয়েছে যে সমস্ত পুলিশ কর্মীর বিরুদ্ধে, তারা আপাতত ছুটিতে। তারা ফিরে এলেই শুরু হবে তদন্ত প্রক্রিয়ার কাজ। শুরু হবে বয়ান রেকর্ডের কাজও।