For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৈরি না হওয়া শিক্ষা প্রতিষ্ঠানকে শিরোপা! যা সাফাই দিল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক

এখনও তৈরিই হয়নি এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠান রিলায়েন্স ফাউন্ডেশনের জিও ইনস্টিটিউটকে উৎকর্ষের শিরোপা দেওয়া নিয়ে বিতর্ক চরমে। যদিও সরকারের সাফাই, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করেই সিদ্ধান্ত।

  • |
Google Oneindia Bengali News

এখনও তৈরিই হয়নি এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠান রিলায়েন্স ফাউন্ডেশনের জিও ইনস্টিটিউটকে উৎকর্ষের শিরোপা দেওয়া নিয়ে বিতর্ক চরমে। যদিও সরকারের সাফাই, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করেই প্রস্তাবিত এই শিক্ষাপ্রতিষ্ঠানকে উৎকর্ষের শিরোপা দেওয়া হয়েছে।

তৈরি না হওয়া শিক্ষা প্রতিষ্ঠানকে শিরোপা! যা সাফাই দিল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক

মানব সম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছিলেন দেশের তিনটি সরকারি এবং তিনটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে উৎকর্ষের শিরোপা দেওয়া হয়েছে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে রয়েছে আইআইটি দিল্লি ও মুম্বই, আইআইএস বেঙ্গালুরু। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে রয়েছে, বিটস পিলানি, মনিপাল এবং রিলায়েন্স ফাউন্ডেশনের জিও ইনস্টিটিউট।

শেষের নামটি নিয়েই বিতর্ক চরমে ওঠে। কেননা গতবছরে কেন্দ্রে প্রকাশিত জাতীয় তালিকায় এই শিক্ষা প্রতিষ্ঠানটির যেমন স্থান ছিল না, ঠিক তেমনই সার্চ ইঞ্জিন গুগলেও খুঁজে পাওয়া যায়নি এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে।

সরকারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। যা সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়ে। প্রশ্ন করেন রাজনৈতিক নেতারাও।

মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের ব্যাখ্যায় বলা হয়েছে, গ্রিন ফিল্ড শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এই শিক্ষা প্রতিষ্ঠানকে বেছে নেওয়া হয়েছে। নতুন কিংবা প্রস্তাবিত প্রতিষ্ঠান, যেগুলি কাজ শুরু করবে সেগুলিকে এই গ্রিনফিল্ড প্রতিষ্ঠানের তালিকায় রাখা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য পর্যাপ্ত জমি, অর্থের যোগান, প্রতিষ্ঠান নিয়ে স্বচ্ছ ধারনার ওপর ভিত্তি করে গ্রিন ফিল্ড শিক্ষা প্রতিষ্ঠানের বিচার করা হয়।

রিলায়েন্স ফাউন্ডেশনের জিও ইনস্টিটিউট সম্পর্কে যে তথ্য জামা দিয়েছে তাতে বলা হয়েছে, ৯৫০০ কোটি টাকা খরচ করে এই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে পুনেতে। সেখানে একটি পুরোপুরি আবাসিক বিশ্ববিদ্যালয় শহর হিসেবে গড়ে তোলা হবে এটিকে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ২০১৭-র বিজ্ঞপ্তি অনুযায়ী মন্ত্রকের পক্ষ থেকে ১০ টি সরকারি এবং ১০ টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে উৎকর্ষের শিরোপা দেওয়া হবে। যার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে আবেদন করতে হবে। আবেদন যাচাই করার জন্য কমিটিও গড়ে দেওয়া হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে বিচারের রূপরেখাও ঠিক করে দেওয়া হয়।

জানা গিয়েছে, সরকার ১১৪ টি আবেদন পেয়েছিল। যার মধ্যে ৭৪ টি ছিল সরকারি এবং ৪০ টি বেসরকারি। যার মধ্যে থেকে তিনটি তিনটে করে বেছে নেওয়া হয়েছে। আর ১১ টি নতুন শিক্ষা প্রতিষ্ঠান গ্রিনফিল্ড ক্যাটেগরিতে আবেদন করেছিল বলে জানা গিয়েছে। যাদের মধ্যে থেকে রিলায়েন্স ফাউন্ডেশনের জিও ইনস্টিটিউটকে বেছে নেওয়া হয়েছে।

এই প্রকল্পের অধীনে নির্বাচিত হওয়ার পর প্রত্যেক সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ৫ বছরে হাজার কোটি টাকার অনুদান পাবে। এছাড়াও, পড়ুয়ার প্রায় ৩০ শতাংশ বিদেশি ছাত্রছাত্রী ভর্তি করা এবং ২৫ শতাংশ পর্যন্ত বিদেশি শিক্ষক নিয়োগ করতে পারবে। এর সঙ্গে যুক্ত হবে ২০ শতাংশ বিষয় অনলাইনে পড়ার অনুমোদনও।

English summary
Controversy over yet-to-be-established Jio Institute given tag of Institution of Eminence
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X