For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রিয়ঙ্কা গান্ধীর বড় প্রতিশ্রুতি উত্তর প্রদেশের ভোটের আগে, মিলবে লক্ষ লক্ষ টাকার চিকিৎসা সুবিধা

উত্তর প্রদেশে (Uttar Pradesh) ক্ষমতায় ফিরতে আরও এক প্রতিশ্রুতি কংগ্রেস (Congress) নেত্রী প্রিয়ঙ্কা গান্ধীর (Priyanka Gandhi)। তিনি ঘোষণা করেছেন, যদি কংগ্রেস উত্তর প্রদেশে ক্ষমতায় ফেরে তাহলে সাধারণ মানুষের জন্য ১০ লক

  • |
Google Oneindia Bengali News

উত্তর প্রদেশে (Uttar Pradesh) ক্ষমতায় ফিরতে আরও এক প্রতিশ্রুতি কংগ্রেস (Congress) নেত্রী প্রিয়ঙ্কা গান্ধীর (Priyanka Gandhi)। তিনি ঘোষণা করেছেন, যদি কংগ্রেস উত্তর প্রদেশে ক্ষমতায় ফেরে তাহলে সাধারণ মানুষের জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার (free treatment) সুবিধা দেওয়া হবে।

উত্তর প্রদেশ নিয়ে টুইট প্রিয়ঙ্কার

উত্তর প্রদেশ নিয়ে টুইট প্রিয়ঙ্কার

এদিন সকালে উত্তর প্রদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে টুইট করেছেন প্রিয়ঙ্কা গান্ধী। তিনি লিখেছেন, করোনা মহামারীতে সবাই দেখেছেন উত্তর প্রদেশের স্বাস্থ্য পরিষেবা। বর্তমান সরকারের অবহেলার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। ইস্তেহার কমিটির অনুমতি নিয়ে তিনি ঘোষণা করছেন, উত্তর প্রদেশ কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে, যখন তারা সরকার গঠন করবে, তখন যে কোনও রোগের চিকিৎসা বিনা পয়সায় করা হবে। সরকার ১০ লক্ষ টাকা পর্যন্ত খরচ বহন করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

আগেই সাত প্রতিশ্রুতি

আগেই সাত প্রতিশ্রুতি

দিন কয়েক আগে অবশ্য আরও সাত প্রতিশ্রুতির কথা জানিয়েছিলেন প্রিয়ঙ্কা গান্ধী। তিনি বলেছিলেন দ্বাদশ শ্রেণি ছাত্রীদের স্মার্টফোন দেওয়া হবে। স্নাতক ছাত্রীদের দেওয়া হবে ই-স্কুটার। এব্যাপারে প্রিয়ঙ্কা গান্ধী স্কুল, কলেজের ছাত্রীদের ভিডিও পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। কৃষকদের ঋণ মকুবের ঘোষণার পাশাপাশি ধান ও গমের সহায়ক মূল্য কুইন্টাল পিছু ২৫০০ টাকা করা হবে। আখের ক্ষেত্রে তা করা হবে ৪০০ টাকা। ২০ লক্ষ চাকরির প্রতিশ্রুতিও দিয়েছিলেন প্রিয়ঙ্কা গান্ধী। বিদ্যুতের বিল অর্ধেক করে দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে কংগ্রেসের তরফে। করোনা পরিস্থিতিতে যেসব পরিবার আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে সেইসব পরিবারকে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে বলেও জানানো হয়েছে কংগ্রেসের তরফে।

 ৪০ শতাংশ আসনে মহিলা প্রার্থী

৪০ শতাংশ আসনে মহিলা প্রার্থী

সামনের বছরের শুরুতেই উত্তর প্রদেশে ভোট। কংগ্রেসের পক্ষে কঠিন লড়াই। সেই লড়াইয়ে ৪০ শতাংশ আসনে মহিলা প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে কংগ্রেস। এব্যাপারে টুইট করেছিলেন প্রিয়ঙ্কা গান্ধী। এই প্রতিশ্রুতি দেখে বোঝাই যাচ্ছে শতাব্দী প্রাচীন দল পাখির চোখ করেছে মহিলা ভোটকে।

 ভোটে লড়াইয়ের সিদ্ধান্ত নেননি এখনও

ভোটে লড়াইয়ের সিদ্ধান্ত নেননি এখনও

যোগী রাজ্যে ক্ষমতা দখলে মরিয়া কংগ্রেস। গত ৩০ বছরের বেশি সময় ধরে উত্তর প্রদেশের ক্ষমতার ধারে কাছে নেই কংগ্রেস। গত লোকসভা নির্বাচনে আমেঠি থেকে পরাস্ত হয়েছেন রাহুল। সেই পরিস্থিতিতে কি এবার বিধানসভা নির্বাচনে প্রিয়ঙ্কা গান্ধী লড়াইয়ে নামবেন, সেই প্রশ্নের উত্তর সরাসরি দেননি প্রিয়ঙ্কা গান্ধী। তিনি বলেছেন, একদিন না একদিন তো ভোটের লড়াইয়ে নামতেই হবে। তবে এব্যাপারে তিনি এখনও কোনও সিদ্ধান্ত নেননি বলেই জানিয়েছিলেন।

প্রকাশ ঝা-এর ওয়েব সিরিজের সেটে হামলা, মুখে কালি! অভিযোগ অস্বীকার বজরং দলেরপ্রকাশ ঝা-এর ওয়েব সিরিজের সেটে হামলা, মুখে কালি! অভিযোগ অস্বীকার বজরং দলের

English summary
After jobs and electricity bill promises Priyanka Gandhi says, Congress will give free treatment facilities upto 10 lakh to UP people if they come in power
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X