For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে আইনি লড়াই লড়তে চায় কংগ্রেস

Google Oneindia Bengali News

মহারাষ্ট্রে এনসিপি–বিজেপি সরকার গঠন নিয়ে মোটেও খুশি নয় কংগ্রেস। তারা আইনি লড়াইয়ে যেতে চায়, যদিও বিকল্প খুবই সীমিত, বলে জানান দলের নেতারা। কংগ্রেসের বিশ্বস্ত সূত্রের খবর, এনসিপি বিধায়করা রাজ্যপালের সামনেই সাক্ষর করেছেন।

মহারাষ্ট্রের সরকার নিয়ে অখুশি কংগ্রেস


দ্রুত–গতিতে পালাবদল হওয়ার পর তা যেন বিশ্বাসই করতে পারছিল না কংগ্রেস। দলের শীর্ষ নেতারা জানিয়েছেন, আইনজীবী অভিষেক সিংভির সঙ্গে কতা বলেছেন তাঁরা যদি কোনও উপায়ে আইনি লড়াই লড়া যায়। দলের মুখপাত্র রণদীপ সূরযেওয়ালা দিল্লি উড়ে যাওয়ার জন্য কংগ্রেস সাংবাদিক বৈঠক বাতিল করে দেয়।

সূত্রের খবর, আইনি বিকল্প কম রয়েছে যদি এনসিপি ভাগ হয়ে যায় এবং রাজ্যপালের কাছে পেশ হওয়ার আগে দলের বিধায়করা সমর্থনের চিঠিতে সাক্ষর করে দেন। কংগ্রেসের এক শীর্ষ নেতা বলেন, '‌আমরা বুঝতেই পারছি না যে সব এনসিপি বিধআয়করা কখন এ বিষয়ে সমর্থন করল বা কতজন চিঠিতে সই করেছেন। আর যদি চিঠিতে সকলের সই থাকে দেখা যাক কি হয়, এটা চরম ঘটনা। আমরা আমাদের আইনজীবীদের সঙ্গে কথা বলছি। সব কিছু খতিয়ে দেখার পরই সিদ্ধান্ত নেওয়া হবে।

কংগ্রেসের এক সূত্র থেকে জানা গিয়েছে, এনসিপি নেতৃত্ব তাদের জানিয়েছে যে অজিত পাওয়ার, যিনি এনসিপির মহারাষ্ট্রের বিধানসভার সদস্য, তিনি বিশ্বাসঘাতকতা করেছেন। দলের হয়ে বিধায়কদের কাছ থেকে যে সাক্ষর সম্বলিত চিঠিটি ছিল, সেটারই অপব্যবহার করেছেন অজিত পাওয়ার।

English summary
the legal options will be limited if the NCP has actually split and its MLAs have signed on the letter of support produced before the Governor
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X