For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রিয়াঙ্কা জাদুতে যোগী-রাজ্যে রাহুল ঝড় বদলে দিতে পারে সমীকরণ, ভাবছেন বুয়া-ভাতিজা

রাহুল-প্রিয়াঙ্কার রোড-শো কি উত্তরপ্রদেশের জোট সমীকরণ বদলে দেবে? সোমবার লখনউয়ে কংগ্রেসের রোড-শো’র পর জোর জল্পনা শুরু হয়েছে জাতীয় রাজনীতির অন্দরে।

  • |
Google Oneindia Bengali News

রাহুল-প্রিয়াঙ্কার রোড-শো কি উত্তরপ্রদেশের জোট সমীকরণ বদলে দেবে? সোমবার লখনউয়ে কংগ্রেসের রোড-শো'র পর জোর জল্পনা শুরু হয়েছে জাতীয় রাজনীতির অন্দরে। সূত্রের খবর, কংগ্রেসের সঙ্গে জোট গড়ার প্রস্তাব পাঠাতে পারে সপা-বসপা। ভ্যালেন্টাইনস ডে-এর মধ্যেই সেই প্রস্তাব আসতে পারে।

এক প্রচারেই কিস্তিমাত

এক প্রচারেই কিস্তিমাত

এর আগে কংগ্রেসকে বাদ দিয়েই উত্তরপ্রদেশে আসন রফা সেরেছে বুয়া-ভাতিজা জোট। কংগ্রেসের জন্য শুধু দুটি আসন তারা ছেড়ে রেখেছে। এই অবস্থায় কংগ্রেসও একা চলার সিদ্ধান্ত নেয় আসন্ন লোকসভা নির্বাচনে। সেইমতো কৌশল তৈরি করে এগোচ্ছেন রাহুল। তাঁর প্রচার-পরিকল্পনারই অঙ্গ এই রোড শো। আর প্রথম প্রচারেই কিস্তিমাত।

প্রিয়াঙ্কা জাদুতে রাহুল ঝড়

প্রিয়াঙ্কা জাদুতে রাহুল ঝড়

কংগ্রেসের প্রচারে ঝড় উঠেছে দেখেই অখিলেশ ও মায়াবতীরা অন্য কথা ভাবতে শুরু করেছে বলে সূত্রের খবর। ১৮০ ডিগ্রি ঘুরি গিয়ে কংগ্রেসকে গুরুত্ব দিয়েই নতুন করে জোট সমীকরণ তৈরি হতে পারে। সোমবার প্রিয়াঙ্কা জাদুতে যেভাবে উত্তরপ্রদেশ মেতে উঠেছে, তাতে কংগ্রেসের অতি বড় সমর্থকও ভাবেননি এমন ম্যাজিক ঘটতে পারে।

কংগ্রেসকে দূরে রাখা ভুল হবে

কংগ্রেসকে দূরে রাখা ভুল হবে

রাহুল-প্রিয়াঙ্কা-জ্যোতিরাদিত্যের এই রোড শো-এর পর অন্য অঙ্কের কথা ভাবতে শুরু করেছে বিরোধীরা। সুপারহিট রোড শো দেখে সপা-বসপা ভাবতে শুরু করেছে। প্রিয়াঙ্কার প্রতি দনতার এই ভালোবাসা যদি ভোটব্যাঙ্কে পরিণত হয়, তাহলে কংগ্রেসকে দূরে রাখা অমূলক হবে। বরং কংগ্রেস সঙ্গে থাকলেও বিজেপির বিনাশ ঘটানোর পথ প্রশস্ত হবে।

প্রস্তাব পেতে পারে কংগ্রেস

প্রস্তাব পেতে পারে কংগ্রেস

বিশেষ সূত্রের খবর, অখিলেশ-মায়াবতীরা খুব শীঘ্রই প্রস্তাব দিতে পারে কংগ্রেসকে। রাহুলের দলকে জোট সামিল করে হাত ধরাধরি করেই তাঁরা ভোটে লড়তে পারে। সেক্ষেত্রে ১৪-১৫টি আসন ছাড়া হতে পারে কংগ্রেসকে। কিন্তু কংগ্রেস এই ঢেউ তোলার পর কি এত কম আসনে সন্তুষ্ট হবে? তা নিয়েই প্রশ্ন রয়ে যায়।

২০১৪-ই নয়, ২০০৯ও বিবেচ্য

২০১৪-ই নয়, ২০০৯ও বিবেচ্য

কারণ ২০০৯ লোকসভা নির্বাচনে এককভাবে লড়ে ২১টি আসনে জিতেছিল কংগ্রেস। সেই পরিসংখ্যানও তাৎপর্যপূর্ণ। শুধু ২০১৪-য় মোদী ঝড়ে ভরাডুবির পরিসংখ্যান তুলে ধরা যে ভুল হবে, তা বুঝিয়ে দিচ্ছেন রাহুল-প্রিয়াঙ্কা।

English summary
Congress shows they are not less of important in UP for 2019 Lok Sabha Election. SP and BSP now thinking to include congress in Big alliance after Rahul and Priyanka’s show,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X