For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'কংগ্রেসের শক্তিশালী হওয়া উচিৎ,' নিতিন গড়কড়ির মন্তব্যে সোরগোল দেশের রাজনীতিতে

'কংগ্রেসের শক্তিশালী হওয়া উচিৎ,' নিতিন গড়কড়ির মন্তব্যে সোরগোল দেশের রাজনীতিতে

  • |
Google Oneindia Bengali News

২০১৪ র পরে ২০১৯! দ্বিতীয়বারের জন্য লোকসভা ভোটে জিতে কংগ্রেস মুক্ত ভারত গড়ার ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ডাকে সাড়া দিয়ে তারপর থেকে বিভিন্ন রাজ্যে নির্বাচনে কংগ্রেসকে দুরমুশ করেছে গেরুয়া শিবির৷ তবে সুস্থ গণতন্ত্রের স্বার্থে প্রয়োজন রয়েছে কংগ্রেসেরও। এবার এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় বিজেপি নেতা নিতিন গড়কড়ি৷

কংগ্রেসের শক্তিশালী হওয়া উচিৎ, নিতিন গড়কড়ির মন্তব্যে সোরগোল দেশের রাজনীতিতে

সোমবার একটি অনুষ্ঠানে এই মন্তব্য করেন নিতিন। তিনি বলেন, 'গণতন্ত্রের একটি চাকা হল শাসকদল। অপর চাকা হল বিরোধী দল। সুস্থ গণতন্ত্রের স্বার্থে শক্তিশালী বিরোধী দল থাকা ভীষণ প্রয়োজনীয়। আর এই কারনেই আমি মনে করি, জাতীয় স্তরে আরও শক্তিশালী হওয়া উচিত কংগ্রেসের। বর্তমানে কংগ্রেসের দুর্বল হচ্ছে। এবং এই শূন্যস্থানে উঠে আসছে অন্যান্য আঞ্চলিক দলগুলি৷ গণতন্ত্রের জন্য এটা মোটেও ভাল নয়।'

যথারীতি গড়কড়ির এই মন্তব্যের পর শোরগোল পড়ে গিয়েছে জাতীয় রাজনীতির আঙিনায়। বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, যেখানে নরেন্দ্র মোদী কংগ্রেস মুক্ত ভারতের কথা বলেন। সেই দলের নেতা নীতিন গড়কড়ি কংগ্রেসের শক্তিশালী হওয়ার বলে নিজেই ফ্যাসাদে পড়লেন। কংগ্রেস অবশ্য এই মন্তব্যকে স্বাগত জানিয়েছে৷ মহারাষ্ট্রের কংগ্রেস নেতা শচীন সেওয়ান্ত বলেন, আমরা গড়কড়িজির মন্তব্যকে স্বাগত জানাই। তবে ওঁর উচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এই বিষয়ে কথা বলা। মহারাষ্ট্র প্রদেশ কমিটির জেনারেল সেক্রেটারি শচীনের কথায়, 'মোদীজির সঙ্গে গড়কড়ির কথা বলা উচিত। যেভাবে বিজেপি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মাধ্যমে বিরোধী দল এবং গণতন্ত্র ধ্বংস করছে, তা মোটেও সঠিক নয়। এমনকি দেশের সর্বোচ্চ আদালতও নিরুপায়। গত আট বছর ধরে অবিজেপি দলগুলির বিরুদ্ধে জাতীয় তদন্তকারী সংস্থার অপব্যবহার করা হচ্ছে৷ যদি গড়করিজী এই প্রসঙ্গে মোদিজীর সঙ্গে কথা বলেন, তাহলে তা গণতন্ত্রের স্বার্থে হবে।'

টানা ছ’দিন করোনায় মৃত্যুহীন বাংলা, এক ধাক্কায় সংক্রমণ কমে অর্ধেক! ফিরল স্বস্তিটানা ছ’দিন করোনায় মৃত্যুহীন বাংলা, এক ধাক্কায় সংক্রমণ কমে অর্ধেক! ফিরল স্বস্তি

মহারাষ্ট্রের কংগ্রেস নেতা আরও যোগ করেন, যদিও গডকরি যে অনুভূতি প্রকাশ করেছেন তা ভাল, তবে মোদী সরকার কীভাবে দেশে গণতন্ত্রকে গলা টিপে দেওয়ার চেষ্টা করছে সে সম্পর্কে তিনি অজানা নন। প্রসঙ্গত নিতিন গড়কড়ি বিজেপিতে বর্তমানে সবচেয়ে প্রভাবশালী মোদী-শাহের গুজরাট লবির বিপরীত মেরুর লোক বলেই অনেকে মনে করেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের বড় অংশের দাবি এটাও যে মোদী পরবর্তী জামানায় রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের ব্লু-আইড বয় নিতিন গড়কড়িই প্রধানমন্ত্রী হতে পারেন৷ তাই তার বক্তব্যকে গুরুত্বপূর্ণ ভাবেই দেখছে রাজনৈতিক মহল।

English summary
'Congress should be strong,' says Nitin Gadkari
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X