For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের নবীকে নিয়ে বিতর্ক! সাসপেন্ডেড বিজেপি বিধায়ককে মারের নিদান কংগ্রেস নেতার

নবীকে (Prophet) নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। তারপরেই সাসপেন্ড করা হয়েছে তেলেঙ্গানার বিজেপি (BJP) বিধায়ক টি রাজা সিংকে (T Raja Singh)। তবে ছাড়বার পাত্র নন কংগ্রেস নেতা ফিরোজ খান (Feroze Khan)। তিনি ওই বিজেপি নেতাক

  • |
Google Oneindia Bengali News

নবীকে (Prophet) নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। তারপরেই সাসপেন্ড করা হয়েছে তেলেঙ্গানার বিজেপি (BJP) বিধায়ক টি রাজা সিংকে (T Raja Singh)। তবে ছাড়বার পাত্র নন কংগ্রেস নেতা ফিরোজ খান (Feroze Khan)। তিনি ওই বিজেপি নেতাকে সামনে পেলেইআইন হাতে তুলে নিতে নির্দেশ দিচ্ছেন সাধারণ মানুষকে। একই জায়গায় তিনি বিজেপি বিধায়ককে তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ারও উপদেশ দিয়েছেন।

ক্যামেরার সামনেই হুমকি

ক্যামেরার সামনেই হুমকি

ক্যামেরার সামনেই কংগ্রেস নেতা ফিরোদ খানকে হুমকি দিতে শোনা গিয়েছে। সেখানে তিনি বলছেন বিজেপি বিধায়ক টি রাজা সিং মেরুকরণের রাজনীতি করতে চান। তাঁকে জেরে ঢোকানো উচিত। নবীকে নিয়ে মন্তব্যে জন্য তাঁর ক্ষমা চাওয়া উচিত। আৎ যদি তিনি ক্ষমা না চান, তাহলে তিনি হায়দরাবাদেরপ্রত্যেক মুসলিমকে বলছেন, যেখানেই দেখবেন, সেখানেই যেন মারধর করা হয়। একবার নয়, একাধিকবার আইন হাতে তুলে নেওয়ার ডাক দিয়েছেন তিনি।

গ্রেফতার করা হয় বিধায়ককে

গ্রেফতার করা হয় বিধায়ককে

নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে বিজেপি বিধায়ক টি রাজা সিংকে মঙ্গলবার গ্রেফতার করা হয়। তার আগে সোমবার রাতে হায়দরাবাদের বিভিন্ন জায়গায় টি রাজা সিং-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করে বিক্ষোভ চলে। তাঁর বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়। তবে খুব তাড়াতাড়ি বিজেপি বিধায়কের জামিনও হয়ে যায়। যে ঘটনায় জনগণ আরও ক্ষুব্ধ হয়ে ওঠে।

ইসলাম ও মুসলিমদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য

ইসলাম ও মুসলিমদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য

শুরুটা হয়েছিল টি রাজা সিং-এর মন্তব্য নিয়ে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওয় টি রাজা সিংকে ইসলাম ও মুসলিমদের নিয়ে আপত্তিকর মন্তব্য করতে শোনা গিয়েছিল। অন্যদিকে ক্যামেরার সামনেই টি রাজা সিংয়ের শিরোচ্ছেদের স্লোগান দিয়ে মঙ্গলবার পর্যন্ত হায়দরাবাদের রাস্তায় নেমেছিল বিক্ষুব্ধ জনতা। বিক্ষোভকারীদের অভিযোগ ছিল, বিজেপি বিধায়ক একটি সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করেছেন। তাঁকে গ্রেফতারের দাবিও তোলা হয়।

একাধিক ধারা মামলা

একাধিক ধারা মামলা

বিজেপি বিধায় টি রাজা সিং-এর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে রয়েছেন ১৫৩এ। যেখানে রয়েছে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বৈরিতার মনোভাব জাগিয়ে তোলা। ২৯৫ ধারা, যেখানে রয়েছে ধর্মকে অবমাননা করার উদ্দেশেউপাসনালয়কে অপবিত্র করা। এবং ৫০৫ ধারা।

হর কদম দেশ কা নাম! সেনাবাহিনীতে শ'য়ে শ'য়ে মেডিক্যাল অফিসার নিয়োগহর কদম দেশ কা নাম! সেনাবাহিনীতে শ'য়ে শ'য়ে মেডিক্যাল অফিসার নিয়োগ

English summary
Congress's Feroze Khan is in favour of beating up suspended Telangana BJP MLA Raja Singh on his comments on prophet Mohammed.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X