For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুলের হাত ধরে ভোটপ্রচারে দামামা বিজেপি শাসিত রাজ্যে! জয়পুরে মানুষের ঢল, দেখুন ভিডিও

রাজস্থানের ভোটে দামামা বাজিয়ে দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। জয়পুরে প্রায় ১৩ কিমি রাস্তা জুড়ে কংগ্রেস সভাপতিকে দেখতে মানুষের ঢল। গাড়ি থেকে নেমে মহিলাদের অভিবাদন গ্রহণ করেন রাহুল।

  • |
Google Oneindia Bengali News

রাজস্থানের ভোটে দামামা বাজিয়ে দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। জয়পুরে প্রায় ১৩ কিমি রাস্তা জুড়ে কংগ্রেস সভাপতিকে দেখতে মানুষের ঢল। গাড়ি থেকে নেমে মহিলাদের অভিবাদন গ্রহণ করেন রাহুল। ভিড় সামলাতে হিমশিম খেতে হয় নিরাপত্তারক্ষীদের।

জয়পুরে রোড শো

সামনের মাস কয়েকের মধ্যেই রাজস্থানে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের দিকে লক্ষ্য রেখে শনিবার থেকেই প্রচার শুরু করেদিলেন কংগ্রেস সভা রাহুল গান্ধী। তিনি এদিন জয়পুরে রোড শো করেন।

মানুষের মধ্যে উন্মাদনা

জয়পুরে কংগ্রেস কর্মী ও সমর্থকদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ের মতো।

কর্মী-সমর্থকদের জন্য জায়ান্ট স্ক্রিন

হাজার হাজার দলীয় কর্মী-সমর্থক কংগ্রেস সভাপতির রোড-শোতে হাজির হয়েছিলেন। বিমানবন্দর থেকে অ্যালবার্ট হলে যাওয়ার পথে বেশ কয়েক জায়গায় দলীয় কর্মী-সমর্থকরা রাহুল গান্ধীকে অভিবাদন জানান।

রামলীলা ময়দানে সভা

রোড-শোর পরে রামলীলা ময়দানে সভাও করেন রাহুল গান্ধী।

[আরও পড়ুন: বিজেপি মমতা বিরোধী! নাগরিকপঞ্জি নিয়ে অমিত শাহ স্পষ্ট করলেন 'শরণার্থী'-র সংজ্ঞা][আরও পড়ুন: বিজেপি মমতা বিরোধী! নাগরিকপঞ্জি নিয়ে অমিত শাহ স্পষ্ট করলেন 'শরণার্থী'-র সংজ্ঞা]

[আরও পড়ুন: কলকাতা ছেড়ে পালিয়েছে, পরে রাজ্য ছেড়েও পালাবে তৃণমূল! তীব্র কটাক্ষ রাহুলের ][আরও পড়ুন: কলকাতা ছেড়ে পালিয়েছে, পরে রাজ্য ছেড়েও পালাবে তৃণমূল! তীব্র কটাক্ষ রাহুলের ]

[আরও পড়ুন: ফের এক ফ্লপ শো! অমিত শাহের সভা নিয়ে কটাক্ষ মমতার দলের][আরও পড়ুন: ফের এক ফ্লপ শো! অমিত শাহের সভা নিয়ে কটাক্ষ মমতার দলের]

একদিনের সফরে এদিনই রাজস্থানের জয়পুরে যান রাহুল। জয়পুরে তাঁকে অভিবাদন জানান, কংগ্রেসের জেনারেল সেক্রেটারি অভিনাশ পাণ্ডে, অশোক গেহলট এবং রাজ্য কংগ্রেস সভাপতি সচিন পাইলট। দলের তরফে অভিনাশ পাণ্ডে রাজস্থানের দায়িত্বে রয়েছেন।

English summary
Congress President Rahul Gandhi Holds roadshow in Poll-bound Rajasthan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X