For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অপমানিত রাহুল! কংগ্রেস সভাপতিকে বসানো হল পিছনের সারিতে

স্বাধীনতার পর প্রথম প্রজাতন্ত্র দিবস থেকে যা হয়নি সেই প্রথা ভাঙল ২০১৮ সালে এসে। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে বসানো হল একেবারে পিছনের সারিতে।

  • |
Google Oneindia Bengali News

স্বাধীনতার পর প্রথম প্রজাতন্ত্র দিবস থেকে যা হয়নি সেই প্রথা ভাঙল ২০১৮ সালে এসে। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে বসানো হল একেবারে পিছনের সারিতে। যা নিয়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়। কংগ্রেস এই ঘটনাকে সস্তার রাজনীতি বলে ব্যাখ্যা করেছে।

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অপমানিত রাহুল!

এদিন রাহুল বেশ পিছনের সারিতে রাজ্যসভায় কংগ্রেস নেতা গুলাম নবি আজাদের সঙ্গে বসে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান দেখেন। কংগ্রেস জানিয়েছে, তাঁদের দলের সভাপতি সবসময় প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান সামনের সারিতে বসে দেখেছে। সই প্রথা বিজেপি ভেঙে দিল এবছর।

এই অভিযোগে বিজেপি বলছে, প্রতিবছর বসার ব্যবস্থা একরকম থাকে না। এবছর দশটি দেশের প্রধানরা এসেছেন। সঙ্গে রয়েছেন তাঁদের লোকজন ও সহধর্মিনীরা। ফলে তাদের আগে জায়গা দিতে হয়েছে। রাহুলের প্রতি জেনেবুঝে অন্যায়ের কথা অস্বীকার করা হয়েছে।

এর আগে এনডিএ সরকারের আমলে সভানেত্রী হিসাবে সনিয়া গান্ধী সবসময় সামনের আসনে বসেছেন। ইউপিএ সরকারের আমলে লালকৃষ্ণ আদবাণীও একই ব্যবহার পেয়েছেন। তবে সেই প্রথা ভাঙল রাহুলের বেলায় এসে।

English summary
Congress president Rahul Gandhi attends Republic Day Parade, seen sitting in back rows
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X