For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মানহানির মামলা! রাহুলের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ আদালতের

তিনি দোষী নন। ভিওয়ান্দি আদালতে হাজিরা দিয়ে বিচারকের সামনে এমনটাই বললেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তাঁর করা মন্তব্যের জন্য আরএসএস কর্মী মানহানির মামলা দায়ের করেছিলেন।

  • |
Google Oneindia Bengali News

তিনি দোষী নন। ভিওয়ান্দি আদালতে হাজিরা দিয়ে বিচারকের সামনে এমনটাই বললেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তাঁর করা মন্তব্যের জন্য আরএসএস কর্মী মানহানির মামলা দায়ের করেছিলেন। বিচারক এদিন রাহুল গান্ধীর বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দিয়েছেন। এই মামলার পরবর্তী শুনানি ১০ অগাস্ট।

মানহানির মামলা! রাহুলের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ আদালতের

আরএসএস কর্মী রাজেশ কুন্তের অভিযোগ ছিল, আরএসএস মহাত্মা গান্ধীকে হত্যা করেছে, ২০১৪-তে এমনটাই বলেছেন রাহুল। এরপর থেকেই আইনি জটিলতায় পড়ে যান রাহুল।

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেন, বিজেপি কিংবা আরএসএসকে তাঁর বিরুদ্ধে যত খুশি মামলা দায়ের করুক। সবেতেই তাঁরা যুদ্ধ করবেন এবং জয়ী হবেন বলে মন্তব্য করেছেন রাহুল।

আদালত কক্ষে হাজির হওয়ার পর বিচারক রাহুল গান্ধীকে বলেন, তাঁর বিরুদ্ধে আরএসএস, তাদের সংগঠনের বিরুদ্ধে কুৎসার অভিযোগ দায়ের করেছে। তাদের(আরএসএস) অভিযোগ, রাহুলের মন্তব্যে সংগঠনের ক্ষতি হয়েছে। আদালতের সেই কপি তিনি পেয়েছেন কিনা, রাহুলকে জিজ্ঞাসা করেন বিচারক। রাহুল সেই সময় সম্মতিসূচক উত্তর দেন।

গতমাসেই ভিওয়ান্দি আদালত কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে ১২ জুন আদালতে হাজিরার নির্দেশ দিয়েছিল।

এর আগে এই মামলা বাতিল করতে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন রাহুল গান্ধী। কিন্তু তখন আদালত জানায়, যদি তিনি বক্তব্যের জন্য ক্ষমা না চান তাহলে বিচার প্রক্রিয়ায় মুখোমুখি হতে হবে তাঁকে। শীর্ঘ আদালতের উপদেশ মেনে নিতে অস্বীকার করেন রাহুল। বিচার প্রক্রিয়ার ওপরেই নিজের ভরসা রাখেন।

English summary
Congress president pleaded 'not guilty' after the court framed charges against him
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X