For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তরপ্রদেশে 'মহাজোট'! এসপি-বিএসপি-র প্রতি 'সৌজন্য' রাহুলের দলের

উত্তরপ্রদেশে অখিলেশ-মায়াবতীর দলের প্রতি সৌজন্য দেখাল রাহুল গান্ধীর দল। রবিবার কংগ্রেস জানিয়েছে, রাজ্যে তারা সাতটি আসনে প্রার্থী দেবে না।

  • |
Google Oneindia Bengali News

উত্তরপ্রদেশে অখিলেশ-মায়াবতীর দলের প্রতি সৌজন্য দেখাল রাহুল গান্ধীর দল। রবিবার কংগ্রেস জানিয়েছে, রাজ্যে তারা সাতটি আসনে প্রার্থী দেবে না। সাতটি আসন তারা অখিলেশ-মায়াবতী জোটের জন্য ছেড়ে রাখবে। যার মধ্যে রয়েছেন মূলায়ম সিং যাদবের মইনপুরি, পুত্রবধূ ডিম্পল যাদবের কনৌজ। ছাড়াও তালিকায় রয়েছে রাষ্ট্রীয় লোকদল অজিত সিং এবং জয়ন্ত চৌধুরীর আসন। তালিকায় রাখা হয়েছে মায়াবতীর আসনও। কংগ্রেসের তরফে এদিন ঘোষণা করেছেন রাজ বব্বর।

উত্তরপ্রদেশে মহাজোট! এসপি-বিএসপি-র প্রতি সৌজন্য রাহুলের দলের

বছরের শুরুতে অখিলেশ ও মায়াবতী নিজেদের জোট ঘোষণা করেছিল। কংগ্রেসের জন্য আমেথি ও রায়বরেলি ছেড়ে রাখা হয়েছিল। এই দুই দল জানিয়েছিল, তারা যথাক্রমে ৩৭ ও ৩৮ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। কংগ্রেস তখনই জানিয়েছিল রাজ্যে তারা নিজেরাই লড়াই করবে।

সম্প্রতি বিভিন্ন মন্তব্যে অখিলেশ যাদব বলেছেন, উত্তরপ্রদেশে কংগ্রেস তাদের জোটবন্ধনের অংশ। কিন্তু মায়াবতী জানিয়েদিয়েছেন তার দল কোনও রাজ্যে কংগ্রেসের সঙ্গে কোনও জোট করবে না। ডিসেম্বরে মধ্যপ্রদেশ, ছত্তিসগড় এবং রাজস্থানে বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস ও বিএসপির কোনও জোট হয়নি। নির্বাচনের পরে অবশ্য মায়াবতী জানিয়েছিলেন তার দল কংগ্রেসকে সমর্থন করবে।

English summary
Congress Leaves 7 Seats In UP For Mayawati-Akhilesh Yadav Alliance
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X