For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পরিযায়ীদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দিক কেন্দ্র, সঙ্কটকালীন পরামর্শ দিয়েও সদিচ্ছা নিয়ে খোঁচা রাহুলের

পরিযায়ীদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দিক কেন্দ্র, দাবি রাহুলের

  • |
Google Oneindia Bengali News

দ্বিতীয় পর্বের করোনা সংক্রমণে বড়সড় বিপর্যয় নেমে এসেছে গোটা দেশে। বর্তমানে দৈনিক আক্রান্তের সংখ্যা পেরিয়ে যাচ্ছে আড়াই লক্ষের গণ্ডি। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা পেরিয়েছে ২ লক্ষ ৫৯ হাজার। এমতাবস্থায় রাজ্যে রাজ্যে ফের উদ্বেগ বাড়াচ্ছে পরিযায়ী সঙ্কট। এমতাবস্থায় এবার ফের পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে বার্তা দিতে দেখা গেল কংগ্রস নেতা রাহুল গান্ধী।

ক্রমেই ভয়াবহ পরিণতির দিকে এগোচ্ছে ভারত

ক্রমেই ভয়াবহ পরিণতির দিকে এগোচ্ছে ভারত

এদিকে শুধুমাত্র দিল্লিতেই গত একদিনে আক্রান্ত হয়েছেন ২৩ হাজারেরও বেশি মানুষ। মহারাষ্ট্রে সংখ্যাটা ৫৮ হাজার ছাড়িয়েছে। মুম্বই হোক বা দিল্লি, রেল স্টেশন হোক বা বাসস্টপ, বাড়ি ফেরার জন্য সর্বত্রই ভিড় করছেন পরিযায়ী শ্রমিকেরা। আর এই চিত্র দেখে অনেকেই গত বছরের লকডাউনের শুরু সময়ের সেই দুর্বিষহ স্মৃতির কথা মনে করা করছেন।

 পরিযায়ীদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দিক কেন্দ্র

পরিযায়ীদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দিক কেন্দ্র

এদিকে এই সঙ্কটময় পরিস্থিতি নতুন করে পরিযায়ী শ্রমিকদের দুর্দশা ঠেকাতে তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়ার দাবি তুললেন সোনিয় পুত্র। একইসাথে এই কাজে কেন্দ্রীয় সরকারের সদিচ্ছা নিয়েও প্রশ্ন তোলেন ওয়াইনারের সাংসদ। এদিকে করোনা ঠেকাতে দিল্লি-সহ উত্তরপ্রদেশ, রাজস্থান, পাঞ্জাবে লকডাউন জারি হয়েছে। আর তাতেই নতুন করে বাড়ছে উদ্বেগ।

টুইটারে কী লিখলেন রাহুল ?

টুইটারে কী লিখলেন রাহুল ?

এদিন এক টুইটবার্তায় রাহুল লেখেন, " আবারও রাস্তায় পরিযায়ী শ্রমিকের দল। এই অবস্থায় কেন্দ্রের কর্তব্য তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া। কিন্তু করোনা ছড়ানোর জন্য আম-আদমির দিকেই দোষারোপের আঙুল তোলা কেন্দ্র কি আদৌ এই ধরনের সহায়তা করবে?" এদিকে রাহুলের টুইটের পরেই তা নিয়ে তীব্র আলোড়ন তৈরি হয় রাজনৈতিক মহলে।

 বাংলায় নির্বাচনী প্রচার বাতিল রাহুলের

বাংলায় নির্বাচনী প্রচার বাতিল রাহুলের

অন্যদিকে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ইতিমধ্যেই বাংলায় নির্বাচনী প্রচারের পরিকল্পনাও বাতিল করেছেন রাহুল গান্ধী। বড় জমায়েত বন্ধের ঘোষণা করেছে বিজেপিও। কিন্তু তারপরেও করোনা সংক্রমণকে কতটা বাগে আনা যাবে সেই বিষয়ে উঠছে প্রশ্ন। এদিকে গত বছর মার্চ মাসে কয়েক ঘণ্টার লকডাউন জারি হয়। সেই সময়ে রাস্তায় পরিযায়ী শ্রমিকের ঢল নামে। গণযোগাযোগ বন্ধ হওয়ায় এক কথায় অকুলপাথারে পড়েন তারা। চলতি বছরে অবস্থা যে দিকে মোড় নিচ্ছে তাতে দ্রুত সেই ভয়বহ সঙ্কটেরই প্রতিচ্ছবি দেখতে পাওয়া যেতে পারে বলে মনে করছেন অনেকে।

মমতার সভার আগে সংঘর্ষে উত্তপ্ত মুর্শিদাবাদ, বোমার ঘায়ে মৃত ১ কংগ্রেসকর্মী, বিস্ফোরক অধীর মমতার সভার আগে সংঘর্ষে উত্তপ্ত মুর্শিদাবাদ, বোমার ঘায়ে মৃত ১ কংগ্রেসকর্মী, বিস্ফোরক অধীর

English summary
Rahul demanded that the central government direct money to the migrant workers' accounts
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X