For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'রাজনীতিতে কেউ ভবিষ্যৎ জানেন না', নতুন দলগঠনের জল্পনা জিইয়ে রাখলেন গুলাম

'রাজনীতিতে কেউ ভবিষ্যৎ জানেন না', নতুন দলগঠনের জল্পনা জিইয়ে রাখলেন গুলাম

  • |
Google Oneindia Bengali News

'এই মুহুর্তে জম্মু-কাশ্মীরে নতুন কোনও রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা নেই। কিন্তু রাজনীতিতে ভবিষ্যতে কী হয়, কেউ জানে না'। এভাবেই জল্পনা থামিয়েও যেন ফের বাড়িয়ে দিলেন কংগ্রেসের বিদ্রোহী নেতা গুলাম নবি আজাদ।

গুলামের ইস্তফার জল্পনা!

গুলামের ইস্তফার জল্পনা!

জম্মু-কাশ্মীর তথা জাতীয় রাজনীতিতেও গুলাম নবি আজাদ ভীষণ চেনা মুখ। কেন্দ্রের সংসদীয় বিষয়ক মন্ত্রীর দায়িত্ব সামলেছেন। ২০০৫ থেকে ২০০৮ অবধি জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রীও ছিলেন তিনি। জম্মু-কাশ্মীরে কংগ্রেসের অন্যতম প্রধান মুখ বলা চলে তাঁকে। সেই তাঁকে নিয়েই শুরু হয়েছিল জল্পনা। বিগত কিছু সময় ধরে একের পর এক বৈঠক করছিলেন গুলাম। শোনা যাচ্ছিল, তাঁর ২০ জন অনুগত নেতা কংগ্রেস থেকে ইস্তফা দেবেন। তাঁরা প্রত্যেকে নতুন একটি রাজনৈতিক দল গঠন করবেন৷

কোন পথে গুলাম?

কোন পথে গুলাম?

তবে গুলাম জানালেন, এই মুহূর্তেই সেই পথে হাঁটছেন না তিনি। জানালেন, ৩৭০ ধারা তুলে নেওয়ার পর ভূস্বর্গে রাজনৈতিক কার্যকলাপ থমকে গিয়েছিল। আর তা ফিরিয়ে আনতেই মিটিং-মিছিল করেন গুলাম। তবে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগতে দু'বার ভাবেননি গুলাম। তাঁর মতে, রাজীব গান্ধী এবং ইন্দিরা গান্ধীর সময়কার কংগ্রেস আর নেই। এখন দলে সমালোচনা করা যায় না।

সংবাদমাধ্যমকে যা বললেন গুলাম!

সংবাদমাধ্যমকে যা বললেন গুলাম!

রামবাণে একটি জনসভা শেষে সংবাদমাধ্যমকে গুলাম বলেন, ' আসলে নেতৃত্বকে কেউই চ্যালেঞ্জ করছে না। রাজীব গান্ধী এবং ইন্দিরা গান্ধী আমাদের প্রশ্ন করার, সমালোচনার স্বাধীনতা দিয়েছিলেন। সমালোচনা করলে খারাপভাবে নিতেন না তাঁরা৷ বর্তমান নেতৃত্ব যা কিনা খারাপভাবে নেয়।'

ইন্দিরা সম্পর্কে যা বললেন গুলাম!

ইন্দিরা সম্পর্কে যা বললেন গুলাম!

উঠে আসে অতীতের কথাও। গুলাম জানান, ইন্দিরা গান্ধী যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে দু'জনের নাম সুপারিশ করেছিলেন। সেই দু'জনকে উক্ত পদ দেননি গুলাম। কিন্তু তা সত্ত্বেও ইন্দিরা রেগে যাননি। বরং বলেছিলেন, 'এভাবেই কাজ চালিয়ে যাও'। কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও বলেন, 'রাজীব গান্ধী যখন রাজনীতির ময়দানে প্রবেশ করেন৷ রাজীবের পাশাপাশি আমাকেও ডেকেছিলেন ইন্দিরা। এরপরেই রাজীবজীকে বলেছিলেন, গুলাম আমাকেও মুখের ওপর না বলতে পারে৷ তবে এই না বলার অর্থ আমাকে অসম্মান কিংবা অবজ্ঞা করা নয়। ও যদি না বলে, তাহলে জেনে নিও তা দলের ভালোর জন্যই।'

নতুন দল গঠনের ইঙ্গিত?

নতুন দল গঠনের ইঙ্গিত?

ভবিষ্যৎ প্রসঙ্গে গুলাম বলেন, 'আমরা কেউই জানি না, আমরা কে কবে মারা যাব। তেমনই রাজনীতিতে এরপরে কী হবে, সেটাও কেউ জানে না। তবে এই মুহূর্তে নতুন দল গঠনের কোনও ইচ্ছে নেই আমার। আমি তো মাঝে রাজনীতি ছাড়তেও চেয়েছিলাম। লক্ষ লক্ষ সমর্থকের কথা ভেবে থেকে গেছি।'

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
'No one knows the future in politics', say congress leader Ghulam Nabi Azad, Ghulam kept the speculation of forming a new party alive.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X