For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শপথের আগেই ধরল ফাটল! কুমারস্বামীকে 'অহঙ্কারী' বলে তোপ কর্ণাটকের কংগ্রেস নেতার

কুমারস্বামী অহঙ্কারী বলে তোপ দেগেছেন শিবকুমার। গত দুই দশকে শিবকুমারের সঙ্গে নানা ইস্যুতে মনবিরোধ হয়েছে শিবকুমারের।

  • |
Google Oneindia Bengali News

কংগ্রেস বিরোধী জোটের সবচেয়ে বড় দল। ৭৮টি আসন পেয়েছে তাঁরা। তবে পরিস্থিতির চাপে বিজেপিকে ঠেকাতে জেডিএসকে জোটসঙ্গী করতে হয়েছে। সঙ্গে মুখ্যমন্ত্রীর পদও দিতে হয়েছে। তবে ভিতরে ভিতরে মনের অবস্থা কর্ণাটকের কংগ্রেস নেতাদের ভালো নয়। বেশি আসন পেয়েও সরকারে শরিক দল হয়ে থাকা সহজ নয়। বৃহত্তর স্বার্থে কংগ্রেস জোটে রাজি হলেও ফাঁকফোকর দিয়ে মনের অবস্থা উঁকি দিচ্ছে।

শপথের আগেই ধরল ফাটল! কুমারস্বামীকে অহঙ্কারী বলে তোপ কর্ণাটকের কংগ্রেস নেতার

কংগ্রেস নেতা ডিকে শিবকুমার যেমন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কর্ণাটকে সরকারের স্থায়ীত্ব নির্ভর করবে মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলা এইচডি কুমারস্বামীর উপরে। অর্থাৎ প্রথমেই কুমারস্বামীর কোর্টে বল ঠেলে দিয়েছে কংগ্রেস।

এক দক্ষিণী সংবাদমাধ্যমকে শিবকুমার বলেছেন, দুই দলকে একসঙ্গে মিলে সরকার চালাতে হবে। যদি কুমারস্বামী ক্ষমতায় বসে সহযোগিতা না করে তাহলে হবে না। পাকা আম খেতে হলে সকলকে একসঙ্গে চলতে হবে।

[আরও পড়ুন: স্টারলাইট বিরোধী আন্দোলনের মিছিলে পুলিশের গুলিতে হত ১, শহর জুড়ে ছড়ালো দাঙ্গা][আরও পড়ুন: স্টারলাইট বিরোধী আন্দোলনের মিছিলে পুলিশের গুলিতে হত ১, শহর জুড়ে ছড়ালো দাঙ্গা]

শুধু তাই নয়, কুমারস্বামী অহঙ্কারী বলেও তোপ দেগেছেন শিবকুমার। গত দুই দশকে শিবকুমারের সঙ্গে নানা ইস্যুতে মনবিরোধ হয়েছে শিবকুমারের। সেই প্রেক্ষিতেই এমনটা বলেছেন এই কংগ্রেস নেতা। জানিয়েছেন, কুমারস্বামী ও তাঁর পিতা এইচডি দেবগৌড়া তাঁকে মিথ্যা মামলায় আগে ফাঁসিয়েছেন। তবে দল এখন জোট করার সিদ্ধান্ত করায় তিনি দলের কথা ভেবেই কাজ করছেন।

English summary
Congress leader D K Shivakumar accused the JDS leader HD Kumaraswamy of being an 'egoistic man
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X