For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২৪-র ভোটের আগে ফের পুলওয়ামার মত ভয়ঙ্কর জঙ্গি হামলা হবে, কোন ইঙ্গিত দিলেন কংগ্রেস নেতা

২০২৪ সালের আগে ফের একটা পুলওয়ামার মত জঙ্গি হামলা হবে। এমনই বিতর্কিত মন্তব্য করেছেন কংগ্রেস নেতা উদিত রাজ।

Google Oneindia Bengali News

২০২৪ সালের ভোটের আগে ফের একটা পুলওয়ামার মত জঙ্গি হামলা হবে। এমনই বিতর্কিত মন্তব্য করেছেন কংগ্রেস নেতা উদিত রাজ। এই মন্তব্য করে তিনি দাবি করেছেন, বিজেপি ভোটে জিততে পুলওয়ামা হামলা ঘটিয়েছিল। যার জেরে গোটা দেশে জাতিয়তাবাদের ঢেউ উঠেছিল। আর সেই জাতিয়তাবাদকে হাতিয়ার করেই ২০১৯ সালের ভোট বৈতরণা পাড় করে বিজেপি।

 ফের পুলওয়ামার মতো হামলা হবে

ফের পুলওয়ামার মতো হামলা হবে

ফের পুলওয়ামার মত হামলা হবে। আর সেটা হবে ২০২৪ সালের লোকসভা ভোটের আগে টুইটে এমনই দাবি করেছেন কংগ্রেস নেতা উদিত রাজ। তিনি টুইটে লিখেছেন, আমি রাহুল গান্ধীকে এই বিষয়ে সমর্থন করি কারণ তিনি বলেছিলেন পুলওয়ামা হামলার তদন্তে কেনও কোনও কারণ প্রকাশ্যে এল না। গোয়েন্দাদের খবর থাকা সত্ত্বেও কেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সিআরপিএফ জওয়ানদের এয়ারলিফ্ট করার অনুমতি দিল না। এর থেকেই স্পষ্ট যে সরকার এই হামলা করার সুযোগ করে দিয়েছিল।

 জাতীয়তাবাদকে হাতিয়ার করেছে বিজেপি

জাতীয়তাবাদকে হাতিয়ার করেছে বিজেপি

পুলওয়ামা হামলার পরেই মোমবাতি মিছিল করে জাতীয়তাবাদের উষ্কানে চরমে নিয়ে গিয়েছিল বিজেপি। সেই সুযোগ হাত ছাড়া করে বিরোধীরা। তার পরেও অবশ্য রাহুল গান্ধী পুলওয়ামা হামলার তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু তাতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। এমনই দাবি করেছেন কংগ্রেস নেতা উদিত রাজ।

রাহুলের দাবি

রাহুলের দাবি

১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার বর্ষপূর্তিতে মৃত ৪০ জন সিআরপিএফ জওয়ানের স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে রাহুল গান্ধী প্রশ্ন করেন কেন পুলওয়ামা হামলার তদন্তের কোনও কারণ প্রকাশ্যে এল না। তিনি অভিযোগ করেছেন বিজেপি এই নিরাপত্তার গাফিলতির জন্য কাকে দায়ী করবে।

English summary
Congress leader claimed another pulwama like terror attack on 2024
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X