For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুলওয়ামা নিয়ে ফের তোপ কংগ্রেসের! ভোটে জিততে চক্রান্ত মোদীর, বললেন প্রাক্তন রাজ্যপাল

পুলওয়ামায় জঙ্গি হামলা নিয়ে ফের বিতর্কিত মন্তব্য। এবারের মন্তব্য প্রাক্তন রাজ্যপাল তথা কংগ্রেস নেতা আজিজ কুরেশির।

  • |
Google Oneindia Bengali News

পুলওয়ামায় জঙ্গি হামলা নিয়ে ফের বিতর্কিত মন্তব্য। এবারের মন্তব্য প্রাক্তন রাজ্যপাল তথা কংগ্রেস নেতা আজিজ কুরেশির। সোমবার তিনি বলেছেন পুলওয়ামায় জঙ্গি হামলা হয়েছে পরিকল্পনা মাফিক। লোকসভা নির্বাচনে জয়ের জন্য চক্রান্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

পুলওয়ামা নিয়ে ফের তোপ কংগ্রেসের! ভোটে জিততে চক্রান্ত মোদীর, বললেন প্রাক্তন রাজ্যপাল

প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করে আজিজ কুরেশির প্রশ্ন, কীভাবে বিস্ফোরক বোঝাই একটি গাড়িকে জম্মু ও কাশ্মীরে ঢোকার অনুমতি দেওয়া হয়। তিনি আরও বলেন, যদি প্রধানমন্ত্রী চিন্তা করে থাকেন যে তিনি ৪০ শহিদ জওয়ানকে দেখিয়ে নির্বাচনে জিতে যাবেন, তাহলে তিনি ভোটারদের থেকে যোগ্য জবাব পাবেন।

ভোপাল লোকসভা কেন্দ্রে কংগ্রেসের দিগ্বিগয় সিং-এর বিরুদ্ধে তাদের প্রার্থীর নাম না জানানো নিয়ে বিজেপিকে নিশানা করেন। তাঁর মতে বিজেপি নেতারা সিং-এর বিরুদ্ধে লড়াই করে পরাজিত হওয়ার ভয় দেখছেন। সেইজন্য তারা এখনও কোনও প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি বলে মন্তব্য করেছেন তিনি।

উত্তরাখণ্ড এবং মিজোরামের প্রাক্তন রাজ্যপাল দাবি করেন কংগ্রেস মধ্যপ্রদেশ থেকে ২৭ আশনের মধ্যে ২০টি জয়ী হবে। বিজেপি সাংসদ ও বিধায়কদের বিরুদ্ধে রাজ্যে ফ্যাক্টরি বন্ধের অভিযোগ করেছেন তিনি। তাই বিজেপি নেতাদের রাজ্যের মানুষের কাছে ভোট চাওয়ার কোনও অধিকার নেই।

[আরও পড়ুন: কারও নাম না করে অন্তর্বাস নিয়ে কটূক্তি আজম খানের, জয়াপ্রদা বিতর্কে বিপাকে সপা নেতা][আরও পড়ুন: কারও নাম না করে অন্তর্বাস নিয়ে কটূক্তি আজম খানের, জয়াপ্রদা বিতর্কে বিপাকে সপা নেতা]

এর আগে কংগ্রেস নেতা বিকে হরিপ্রসাদ পুলওয়ামা নিয়ে এমনই মন্তব্য করেছিলেন। সমাজবাদী পার্টি নেতা রামগোপাল যাদবও পুলওয়ামা নিয়ে চক্রান্তের অভিযোগ
করেছিলেন।

[আরও পড়ুন: ভোট ময়দানে ফের বিতর্কের বোমা ফাটালেন মানেকা! বিজেপি মন্ত্রীর মন্তব্য খবরে][আরও পড়ুন: ভোট ময়দানে ফের বিতর্কের বোমা ফাটালেন মানেকা! বিজেপি মন্ত্রীর মন্তব্য খবরে]

[আরও পড়ুন:লোকসভা নির্বাচনের সমস্ত খবর পেতে ক্লিক করুন এই লিঙ্কে]

English summary
Congress leader Aziz Qureshi made controversial statement on Pulwama attack, named Narendra Modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X