For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রিয়াঙ্কা ম্যাজিক শুরু! বুয়া-ভাতিজার মনে ভয় ধরিয়ে উত্তরপ্রদেশে জোট গড়ল কংগ্রেসও

উত্তরপ্রদেশে পাল্টা চাল দিল কংগ্রেস। স্থানীয় আনকোরা মহান দল পার্টির সঙ্গে নির্বাচনে জোট করলেন রাহুল গান্ধীরা।

  • |
Google Oneindia Bengali News

সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি একপ্রকার কংগ্রেসকে বাদের খাতায় ফেলে উত্তরপ্রদেশে জোট গড়ে লোকসভা নির্বাচনে লড়বে বলে ঘোষণা করেছে। নাম না করলেও উত্তরপ্রদেশের রায়বরেলি ও আমেঠি আসন কংগ্রেসের জন্য ছেড়ে রাখেন মায়াবতী-অখিলেশ যাদবরা।

প্রিয়াঙ্কা ম্যাজিক শুরু! বুয়া-ভাতিজার মনে ভয় ধরিয়ে উত্তরপ্রদেশে জোট গড়ল কংগ্রেসও

এর পাল্টা চাল দিল কংগ্রেস। স্থানীয় আনকোরা মহান দল পার্টির সঙ্গে নির্বাচনে জোট করলেন রাহুল গান্ধীরা। এই দলের প্রধান নেতা কেশব দেব মৌর্য। শোনা যাচ্ছে, পিছিয়ে পড়া শ্রেণির মধ্যে তাঁর দলের বিশেষ প্রভাব রয়েছে। বিশেষ করে শাক্য, নিশাদ, রাজভর, মৌর্য ও কুশওয়াহাদের মধ্যে মহান দল জনপ্রিয়।

আর এই জোটের অন্যতম কারিগর প্রিয়াঙ্কা গান্ধী। জানিয়েছেন, মহান দলকে জোটে স্বাগত জানাচ্ছি। একসঙ্গে জোটবদ্ধ হয়ে আমরা লড়ব। রাহুল গান্ধী যে টার্গেট দিয়েছেন তা পূরণের চেষ্টা করব। তবে প্রিয়াঙ্কা এদিন বৃহত্তর জোটের প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন।

[আরও পড়ুন: রাজস্থানে গুজ্জরদের ৫ শতাংশ সংরক্ষণ বিল পাশে বাধ্য হল সরকার ][আরও পড়ুন: রাজস্থানে গুজ্জরদের ৫ শতাংশ সংরক্ষণ বিল পাশে বাধ্য হল সরকার ]

কেশব দেব মৌর্য কংগ্রেস জোটে যোগ দিয়ে প্রিয়াঙ্কা ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে ধন্যবাদ জানিয়েছেন। বলেছেন, ২০১৪ সালেও আমরা জোটে ছিলাম। তবে লোকসভা নির্বাচনে কোনও কারণে জোট হয়নি। তবে আবার কাঁধে কাঁধ মিলিয়ে লড়ার অঙ্গীকার করেছেন তিনি।

[আরও পড়ুন:সিবিআই নাগপাশ থেকে মুক্ত হয়ে অবশেষে কলকাতায় পা রাখলেন রাজীব কুমার ][আরও পড়ুন:সিবিআই নাগপাশ থেকে মুক্ত হয়ে অবশেষে কলকাতায় পা রাখলেন রাজীব কুমার ]

উত্তরপ্রদেশের ৮০টি লোকসভা আসনের মধ্যে প্রিয়াঙ্কার কাঁধে রয়েছে অর্ধেক আসনে কংগ্রেসকে জেতানোর দায়িত্ব। বাকীগুলির দায়িত্বে রয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। প্রিয়াঙ্কার অধীনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলির মধ্যে রয়েছে লখনউ, আমেঠি, রায় বরেলি, সুলতানপুর, গোরক্ষপুর, বারাণসী, এলাহাবাদের মতো আসন।

[আরও পড়ুন:'মহাজোটে পা বাড়াবেন না', বিদায়ী ভাষণে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদী ][আরও পড়ুন:'মহাজোটে পা বাড়াবেন না', বিদায়ী ভাষণে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদী ]

English summary
Congress joins hands with Mahan Dal party in UP to woo backward castes
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X