For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যোগীর মোকাবিলায় ভরসা নেই রাজ বব্বরে! নতুন নেতার নাম ঘোষণা সনিয়া ব্রিগেডের

উত্তর প্রদেশ কংগ্রেস সভাপতি পদে পরিবর্তন। অভিনেতা থেকে রাজনীতিক হওয়া রাজ বব্বরকে সরিয়ে দায়িত্ব দেওয়া হল কংগ্রেস নেতা অজয় কুমার লাল্লুকে।

  • |
Google Oneindia Bengali News

উত্তর প্রদেশ কংগ্রেস সভাপতি পদে পরিবর্তন। অভিনেতা থেকে রাজনীতিক হওয়া রাজ বব্বরকে সরিয়ে দায়িত্ব দেওয়া হল কংগ্রেস নেতা অজয় কুমার লাল্লুকে। কয়েক মাস আগে লোকসভা নির্বাচনে রাজ্য সব থেকে খারাপ ফল করে কংগ্রেস। প্রাক্তন সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি রাজ বব্বর ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন মে মাসে। খারাপ ফলের যাবতীয় দায় নিজের কাধে নিয়েছিলেন তিনি।

 যোগীর মোকাবিলায় ভরসা নেই রাজ বব্বরে! নতুন নেতার নাম ঘোষণা সনিয়া ব্রিগেডের

দলের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী ভদরা এবম জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার প্রচার সত্ত্বেও উত্তর প্রদেশ থেকে ৮০ টি আসনের মধ্যে কংগ্রেস মাত্র একটি আসন পেতে সমর্থ হয়। যেটি হল সনিয়া গান্ধীর রায়বরেলি।

অজয় কুমার লাল্লু দুবারের কংগ্রেস বিধায়ক। উত্তর প্রদেশ বিধানসভায় তমকুহি রাজ আসন থেকে নির্বাচিত বিধায়ক তিনি। কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব উত্তর প্রদেশ কংগ্রেস কমিটির বহরও কমিয়ে দিয়েছে। ৫০০ থেকে এই সংখ্যা এক ঝটকায় ৪০-৪৫-এ নিয়ে যাওয়া হয়েছে। নজর দেওয়া হয়েছে যুবকদের প্রতি।

তবে ২০২২-এর বিধানসভা নির্বাচনের লক্ষে ১৮ সদস্যের পরামর্শদাতা কমিটিতে রাখা হয়েছে বর্ষীয়ান নেতাদের। এঁদের মধ্যে রয়েছেন, সলমন খুরশিদ, পিএল পুনিয়া, প্রমোদ তিওয়ারি, আরপিএন সিং। এই কমিটির নেতৃত্বে থাকার কথা প্রিয়ঙ্কা গান্ধীর।

English summary
Congress high command has changed it's president for Uttar Pradedh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X