For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেরালার পর এবার পন্ডিচেরি বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাবনা পাশের পরিকল্পনা কংগ্রেস সরকারের

আগামী বিধানসভা অধিবেশনে সিএএ বিরোধী প্রস্তাবনা পাসের পরিকল্পনা পন্ডিচেরি সরকারের

  • |
Google Oneindia Bengali News

সংশোধিত নাগরিকত্ব আইন তার রাজ্যে কার্যকর হতে দেবেনা বলেই আগেই জানিয়েছিল কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। নাগরিকত্ব আইন খারিজের জন্য প্রস্তাব ও এনেছেন বিধানসভায়। এবার আগামী বিধানসভা অধিবেশনে পন্ডিচেরির কংগ্রেস সরকার সংশোধিত নাগরিকত্ব আইন বাতিলের জন্য প্রস্তাব গ্রহণ করতে চলেছে বলে জানা যাচ্ছে।

কেরালার পর এবার পন্ডিচেরি বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাবনা পাশের পরিকল্পনা কংগ্রেস সরকারের

চলতি সপ্তাহে ১৪০-সদস্যের কেরালা বিধানসভায় সিএএ-র বাতিলের জন্য একটি প্রস্তাব গৃহীত হয় এবং এটিকে 'অবৈধ ও অসাংবিধানিক' আখ্যাও দেওয়া হয়। কেরালার পর একই সিদ্ধান্ত নিল পন্ডিচেরি সরকার। যদিও পন্ডিচেরির মুখ্যমন্ত্রী ভি ভি নারায়ণস্বামী জানিয়েছেন যে সব রাজনৈতিক দলের নেতাদের সাথে আলোচনা করেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

কংগ্রেসের ১৫ জন বিধায়ক ছাড়াও ডিএমকে এর তিনজন বিধায়ক এবং একজন নির্দল বিধায়কের এই প্রস্তাবনায় সম্মতি মিলেছে ইতিমধ্যেই। ফলে পন্ডিচেরি বিধানসভায় এই প্রস্তাবনা পাস হতে খুব বেশি সমস্যায় পড়বেনা কংগ্রেস সরকার।

এর আগে মুখমন্ত্রী নারায়ণস্বামী সাফ জানিয়েছিলেন যে তার রাজ্যে তিনি সিএএ লাগু হতে দেবেনা যেহেতু এই আইন মুসলিম বিরোধী। অ-বিজেপি রাজ্যগুলির প্রায় সব মুখ্যমন্ত্রীই একজোট হয়ে সিএএ এর বিরোধিতা করেছে। এবং সেই সব রাজ্যে সিএএ বাস্তবায়ন হতে দেবেনা বলেও জানিয়েছে।

নাগরিকত্ব ইস্যুতে এবার বিজেপির তুরুপের তাস 'টোল ফ্রি নম্বর'! কোন ছকে এগোচ্ছে মোদী-শাহ শিবির নাগরিকত্ব ইস্যুতে এবার বিজেপির তুরুপের তাস 'টোল ফ্রি নম্বর'! কোন ছকে এগোচ্ছে মোদী-শাহ শিবির

English summary
The congress government aims to enact CAA amendments after Kerala in the Pondicherry Assembly
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X