For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্রিটিশ শাসনের থেকেও খারাপ! ত্রিপুরার বিজেপি সরকারকে নিয়ে কেন এমন অভিযোগ বিরোধীদের

ব্রিটিশ শাসনের থেকেও খারাপ ত্রিপুরার বিজেপি সরকার। এমনটাই মন্তব্য ত্রিপুরা কংগ্রেসের। পার্টি অফিস গুড়িয়ে দেওয়ার প্রতিবাদে ১৭ মে থেকে ধর্না কর্মসূচির হুমকি দিয়েছে রাজ্য কংগ্রস।

  • |
Google Oneindia Bengali News

ব্রিটিশ শাসনের থেকেও খারাপ ত্রিপুরার বিজেপি সরকার। এমনটাই মন্তব্য ত্রিপুরা কংগ্রেসের। পার্টি অফিস গুড়িয়ে দেওয়ার প্রতিবাদে ১৭ মে থেকে ধর্না কর্মসূচির হুমকি দিয়েছে রাজ্য কংগ্রস।

ব্রিটিশ শাসনের থেকেও খারাপ! ত্রিপুরার বিজেপি সরকারকে নিয়ে কেন এমন অভিযোগ বিরোধীদের

ক্ষমতায় আসার দু মাসের মধ্যেই আগরতলায় কংগ্রেসের ৬০ থেকে ৭০ বছরের পুরনো পার্টি অফিস বুলডোজার গিয়ে গুড়িয়ে দিয়েছে বিজেপি সরকার। ত্রিপুরা সরকার যদি এর পরে কোনও পার্টি অফিস ভাঙার চেষ্টা করে তাহলে ১৭ মে থেকে ধর্না কর্মসূচি নেবে কংগ্রেস। রাজ্য কংগ্রেস সভাপতি বীরজিত সিনহা এমনটাই হুমকি দিয়েছেন। একইসঙ্গে তিনি বলেছেন, ত্রিপুরায় দুমাসের বিজেপি শাসন ভারতে ব্রিটিশ শাসনের থেকেও খারাপ।

দলীয় নেতা গোপাল রায় এবং তাপস দে-কে সঙ্গে নিয়ে বীরজিত সিনহা বলেন, প্রত্যেক রাজনৈতিক দল এবং তাদের শ্রমিক সংগঠনের রাজনীতি করার অধিকার আছে এবং এই কাজে অফিসেরও প্রয়োজন রয়েছে।

ত্রিপুরা সরকার রাজ্যে একদলীয় সরকার লাগু করতে চাইছে বলে অভিযোগ করেছে রাজ্য কংগ্রেস। রাজ্যে বিরোধীরা থাকুক তা বিজেপি চায় না বলেই মনে করছে কংগ্রেস।

সোমবার থেকে পশ্চিম ত্রিপুরার জেলাশাসক মিলিন্দ ধর্মরাও রামটেক এবং পুলিশ সুপার অজিত প্রতাপ সিং-এর নেতৃত্বে কংগ্রেস, সিপিএম-সহ রাজনৈতিক দলগুলির বেশ কিছু পার্টি অফিস গুড়িয়ে দেওয়া হয়েছে। সরকারের অভিযোগ দলীয় অফিসগুলি ছিল সরকারি জায়গায়।

কংগ্রেস নেতা অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবের সরকার পূর্বতন বাম সরকারের আমলে চালু করা ৩৩ টি সামাজিক পেনশন প্রকল্প বন্ধ করে দিয়েছে। এই প্রকল্পে প্রায় ৪.৫ লক্ষ মানুষ উকৃত হতেন।

একইসঙ্গে কংগ্রেসের অভিযোগ, বিজেপি এবং তাদের জোটসঙ্গী আইপিএফটির মধ্যে সংঘর্ষে সাধারণ মানুষ অসুবিধায় পড়ছেন।

English summary
Congress Dubbing the BJP-led government's functioning in Tripura as worse than the British rule
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X