For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির পাঁচ বিধায়ক পা বাড়িয়ে কংগ্রেসে! লোকসভার আগে নয়া কৌশল রাহুলের

বিজেপির পাঁচ বিধায়ক পা বাড়িয়ে কংগ্রেসে! অপেক্ষায় রাহুল

Google Oneindia Bengali News

গোয়া দখলের নতুন কৌশল তৈরি করছে রাহুল ব্রিগেড। লোকসভা নির্বাচনের আগে মোদী-শাহকে ধাক্কা দিতে প্রয়োজনে কর্ণাটক-মডেলও প্রয়োগ করা হতে পারে। তবে তার আগে উপনির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে কংগ্রেস। সম্প্রতি দুই কেন্দ্রে উপনির্বাচন। সেখানে কাঙ্খিত সাফল্য পেলে গোয়া দখলে ঝাঁপাতে পারে কংগ্রেস।

বিজেপির পাঁচ বিধায়ক পা বাড়িয়ে কংগ্রেসে! অপেক্ষায় রাহুল

গোয়ায় সর্ববৃহৎ পার্টি হয়েও সরকার গঠন করতে পারেনি কংগ্রেস। মাত্র তিনটি আসনের জন্য সংখ্যাগরিষ্ঠতা হয়নি। তারপরই কেন্দ্রের অঙ্গুলিহেলনে আঞ্চলিক দলগুলি বিজেপিকে সমর্থন দেওয়ায় গোয়ার রাশ চলে যায় বিজেপির হাতে। টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছিল অনেকবারই। শেষমেশ কেন্দ্রের মন্ত্রক থেকে মনোহর পার্রিকরকে এনে পরিস্থিতি সামলানো হয়।

এবার কংগ্রেসের দাবি, তাঁদের সঙ্গে রয়েছে বিজেপির পাঁচ জন বিধায়ক। তাঁরা খুব তাড়াতাড়িই পদ্মশিবির ছেড়ে যোগ দেবে কংগ্রেসে। তারপরই গোয়া দখলের জন্য ঝাঁপাবে তাঁরা। এর মধ্যে উপনির্বাচনও সংঘটিত হয়ে যাবে। ফলে শিরোদ ও মানড্রেম বিধানসভা আসনের উপনির্বাচনের ফল সামনে চলে আসবে। ইতিবাচক ফল হলেই গোয়ার দখল নিয়ে বিজেপিকে মোক্ষম আঘাতটা পৌঁছে দেবে রাহুল গান্ধীর দল।

কংগ্রেস চাইছে লোকসভার আগে বিজেপির অগণতান্ত্রিক চেহারা ফের সামনে নিয়ে আসতে। সেইসঙ্গে সর্ববৃহৎ দল হিসেবে গোয়ার ক্ষমতা দখল করে লোকসভার আগে নেতা-কর্মীদের মনোবল বাড়িয়ে রাখাও কংগ্রেসের কৌশল। এর আগেও কংগ্রেস সরকার গঠনের দাবি জানায়।

English summary
Rahul Gandhi wants to take strategy to occupy Goa. Congress demands five BJP MLAs are ready to leave party and join in Congress. Rahul Gandhi wants to give masterstroke BJP before Lok Sabha Election 2019.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X