For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দ্হিতীয় মোদী সরকারের প্রথম ১০০ দিন! বিজেপির রাজনীতির ১০১, বর্ণনা কংগ্রেসের

নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপির সরকার দ্বিতীয় দফায় ১০০ দিন সম্পূর্ণ করেছে। বিজেপির তরফে সাফল্যের তালিকায় ৩৭০ ধারা রদ, তিন তালাক বিরোধী আইনকে সাফল্য বলে তুলেধরা হচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রের বিজেপির সরকার দ্বিতীয় দফায় ১০০ দিন সম্পূর্ণ করেছে। বিজেপির তরফে সাফল্যের তালিকায় ৩৭০ ধারা রদ, তিন তালাক বিরোধী আইনকে সাফল্য বলে তুলে ধরা হচ্ছে। যদিও কংগ্রেস তাকে স্বাভাবিকভাবেই আমল দিতে রাজি নয়। এই ১০০ দিনে সরকারকে স্বৈরাচারী, বিশৃঙ্খলা এবং অরাজকতার সরকার বলে বর্ণনা করেছে।

কংগ্রেসের অভিযোগ

২০১৯-এর নির্বাচনে বিজেপির স্লোগান ছিল সবকা সাফ সবকা বিকাশ। কংগ্রেসের তরফ থেকে এই স্লোগানকেই আক্রমণ করা হয়েছে। ১০০ দিনে দেশে সেরকম কোনও উন্নয়নমূলক কাজ হয়নি বলেও অভিযোগ কংগ্রেসের। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ কংগ্রেসের। টুইট করা একটি ভিডিও-য় বিজেপিকে বেকারি, ইউএপিএ, গাড়ি শিল্পে মন্দার জন্য দায়ী করা হয়েছে।

অর্থনৈতিক মন্দা নিয়ে আক্রমণ

অর্থনৈতিক মন্দা নিয়ে আক্রমণ

অর্থনৈতিক মন্দা নিয়ে কংগ্রেস বলেছে, আটটি সেক্টরে উন্নয়নের হার ২ শতাংশের নিচে পৌঁছে গিয়েছে। আর দেশের অর্থমন্ত্রী তা মানছেন না বলেও অভিযোগ কংগ্রেসের। তাদের তরফে বলা হয়েছে বিজেপি যদি এখনও বিষয়টিকে অবজ্ঞা করে তাহলে দেশ মন্দার দিকে এগিয়ে যাবে। জিডিপি নিয়ে গত বছরের সঙ্গে তুলনা করা হয়েছে।

চিদাম্বরমের গ্রেফতার নিয়েও আক্রমণ

চিদাম্বরমের গ্রেফতার নিয়েও আক্রমণ

দলের বর্ষীয়ান নেতা পি চিদাম্বরমকে গ্রেফতার নিয়ে কংগ্রেসের তরফে আক্রমণ করা হয়েছে গৈরিক দলকে। কংগ্রেসের তরফে বিজেপিকে কটাক্ষ করে বলা হয়েছেয়, যখন সব কিছুতে ব্যর্থ হচ্ছে, তখন নজর ঘোরাতে বিরোধী দলের হাইপ্রোফাইল নেতাকে গ্রেফতার করা হচ্ছে। বিষয়টিকে বিজেপির রাজনীতির ১০১ বলে কটাক্ষ করা হয়েছে।

English summary
Congress criticises BJP's 100 days of its second term at the Centre as tyranny, chaos and anarchy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X