For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিধায়কদের প্রভাবিত করার অভিযোগ, দ্রৌপদী মুর্মু ও বিজেপি নেতাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ কংগ্রেস

বিধায়কদের প্রভাবিত করার অভিযোগ, দ্রৌপদী মুর্মু ও বিজেপি নেতাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ কংগ্রেস

Google Oneindia Bengali News

কর্ণাটক কংগ্রেস সোমবারের নির্বাচনে রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু ও কয়েকজন বিজেপি নেতার বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ নির্বাচন কমিশনের কাছে দায়ের করেছে। কর্ণাটক কংগ্রেস অভিযোগ করেছে, রাজ্যের শাসকদল বিজেপি ১৭ ও ১৮ জুলাই বিধায়কদের ঘুষ দিয়েছে। তাঁদের প্রভাবিত করার চেষ্টা করেছে।

কর্ণাটক কংগ্রেসের অভিযোগ

কর্ণাটক কংগ্রেসের অভিযোগ

কর্ণাটক কংগ্রেসের বিধায়ক সিদ্দারামাইয়া এবং রাজ্য কংগ্রেসের সভাপতি ডিকে শিবকুমার অভিযোগ করেছেন, রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি তাদের বিধায়কদের প্রভাবিত করার চেষ্টা করেছিল। ভোটের আগে বিধায়কদের পাঁচতারা হোটেলে রাখার ব্যবস্থা করা হয়েছিল। নির্বাচন কমিশনের কাছে অভিযোগে তাঁরা জানিয়েছেন, এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর সম্মতিতেই এই কাজ করা হয়েছে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমাই, বিজেপির রাজ্যসভাপতি নলীন কুমার কাটিল ও কর্ণাটকের একাধিক প্রবীণ বিজেপি নেতা এই কাজে সামিল ছিলেন।

বিজেপি বিধায়কদের প্রভাবিত করার চেষ্টা করেছে

বিজেপি বিধায়কদের প্রভাবিত করার চেষ্টা করেছে

ভোটের আগের দিন রাজ্যের প্রবীণ নেতাদের সঙ্গে তাঁদের সমস্ত বিজেপি বিধায়ক বেঙ্গালুরুর একটি পাঁচতারা হোটেলে ছিলেন। বিজেপির তরফে জানানো হয়েছিল, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। কংগ্রেস অভিযোগ করেছে, এই প্রশিক্ষণের আড়ালে বিজেপির বিধায়কদের জন্য প্রচুর খাবার, মদ, পানীয়ের আয়োজন করা হয়। আসলে বিজেপির শীর্ষ নেতৃত্ব তাঁদের বিধায়কদের ওপর প্রভাব খাটাতে চাইছিলেন। ভোটের দিন শীততাপ নিয়ন্ত্রিত একটি বাসে বিজেপির সমস্ত বিধায়করা বিধানসভায় এসেছিলেন বলে অভিযোগ।

বিজেপি বিধায়কদের ভোটকে অবৈধ ঘোষণার দাবি

বিজেপি বিধায়কদের ভোটকে অবৈধ ঘোষণার দাবি

নির্বাচন কমিশনের কাছে কর্ণাটক কংগ্রেসের বিধায়ক সিদ্দারামাইয়া এবং রাজ্য কংগ্রেসের সভাপতি ডিকে শিবকুমার অভিযোগ করেছেন, বিজেপির বিধায়কদের ভোটকে অবৈধ ঘোষণা করতে হবে। এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর পাশাপাশি কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমাই, বিজেপির রাজ্যসভাপতি নলীন কুমার কাটিল এই অপরাধের সঙ্গে যুক্ত রয়েছেন বলে কংগ্রেস অভিযোগ করেছে। কর্ণাটক কংগ্রেসের প্রবীণ নেতারা নির্বাচন কমিশনের কাছে রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু ও কর্ণাটকের প্রবীণ বিজেপি নেতাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন।

রাষ্ট্রপতি নির্বাচন

রাষ্ট্রপতি নির্বাচন

সোমবার দেশের ১৫ তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হয়। রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ-এর প্রার্থী হয়েছেন দ্রৌপদী মুর্মু ও বিরোধীদের প্রার্থী হয়েছেন যশোবন্ত সিনহা। আদিবাসী নেত্রী দ্রৌপদী মুর্মু আগে ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন। যশোবন্ত সিনহা কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। ২০২১ সালে বাংলায় বিধানসভা নির্বাচনের আগে তিনি তৃণমূলে যোগ দেন। রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তিনি তৃণমূল থেকে পদত্যাগ করেন। বিরোধী জোটের তরফে যশোবন্ত সিনহাকে প্রার্থী করা হলেও ইউপিএ-এর অনেক রাজনৈতিক দল বিজেপিকে সমর্থন না করলেও রাষ্ট্রপতি প্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থন করেছে।

মমতাকে নিয়ে নতুন গানে 'নবজাগরণ’! একুশে জুলাইয়ের আগে বার্তা বাংলার জনগণকেমমতাকে নিয়ে নতুন গানে 'নবজাগরণ’! একুশে জুলাইয়ের আগে বার্তা বাংলার জনগণকে

English summary
Congress complain to EC against Draupadi Murmu and bjp leader for poll code violation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X