For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুলের উত্তরসূরি স্থির করে উঠতে পারল না কংগ্রেস, নতুন সভাপতি নির্বাচন স্থগিত

কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি হিসেবে আগেই পদত্যাগ করেছিলেন রাহুল গান্ধী। শনিবার দফায় দফায় তাঁকে বুঝিয়েও রাজি করানো গেল না। উত্তরসূরি স্থির করতে বৈঠকে বসেও ঘোষণা হল না নাম।

Google Oneindia Bengali News

কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি হিসেবে আগেই পদত্যাগ করেছিলেন রাহুল গান্ধী। শনিবার দফায় দফায় তাঁকে বুঝিয়েও রাজি করানো গেল না। আর কংগ্রেসের শীর্ষপদে থাকতে চান না তিনি। তাই কালবিলম্ব না করে তাঁর উত্তরসূরি স্থির করতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক বসেছিল। সেই বৈঠকেও চূড়ান্ত হল না নাম। স্থগিত হয়ে গেল সভাপতি নির্বাচন।

রাহুলের উত্তরসূরি স্থির করে উঠতে পারল না কংগ্রেস

লোকসভা ভোটে সারা দেশে কংগ্রেসের বিপর্যয়ের দায় নিয়ে সর্বভারতীয় সভাপতির পদ ত্যাগ করেছিলেন রাহুল গান্ধী। সেই থেকেই দেশের সর্বপ্রাচীন এই দলটির শীর্ষ পদ খালি পড়ে রয়েছে। শুক্রবার কংগ্রেস স্থির করে ফেলে রাহুল রাজি না হলে নতুন সভাপতির নাম ঘোষণা করে দেওয়া হবে। কিন্তু দু-ঘণ্টা বৈঠকেও চূড়ান্ত হল না নাম।

শনিবারের বৈঠকে রাহুলের উত্তরসূরি হিসেবে চারজনের নাম ওঠে। মুকুল ওয়াসনিক, মল্লিকার্জুন খাড়গে, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, শচীন পাইলটের নাম নিয়ে আলোচনা হয়। যিনিই কংগ্রেসের সভাপতি হোন না কেন, তিনি হবেন গান্ধী পরিবারের বাইরে থেকে এই শতাব্দীর প্রথম কংগ্রেস সভাপতি। শনিবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকের পর অ-গান্ধী সভাপতিকে বেছে নিতে বৈঠক শুরু হয়।

১৩৪ বছরের ইতিহাসে, ভারতের প্রাচীনতম রাজনৈতিক দলের শীর্ষপদে বেশিরভাগ সময়ই ছিলেন নেহেরু-গান্ধী পরিবারের সদস্যরা। এই অবস্থায় গান্ধী পরিবারের বাইরের কেউ এই হটসিটে বসা বিশেষ তাৎপর্যপূর্ণ। রাহুল পদ ছাড়ার পর তাঁর ইচ্ছায় এমনটাই ঘটতে চলেছে এবার। কিন্তু এদিনও দফায় দফায় বৈঠকের পরও নাম চূড়ান্ত হল না।

English summary
Congress can’t announce the final name as president of Party after Rahul’s resignation. The meeting is postponed.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X