For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুলের ইস্তফা শেষপর্যন্ত গৃহীত, অন্তর্বতী সভাপতি হিসেবে কংগ্রেসের শীর্ষপদে ফের সোনিয়া

লোকসভা ভোটে সারা দেশে কংগ্রেসের বিপর্যয়ের দায় নিয়ে সর্বভারতীয় সভাপতির পদ ত্যাগ করেছিলেন রাহুল গান্ধী। কিন্তু মাসাবধিকাল কেটে গেলেও স্থায়ী সভাপতি পেল না কংগ্রেস।

Google Oneindia Bengali News

লোকসভা ভোটে সারা দেশে কংগ্রেসের বিপর্যয়ের দায় নিয়ে সর্বভারতীয় সভাপতির পদ ত্যাগ করেছিলেন রাহুল গান্ধী। কিন্তু মাসাবধিকাল কেটে গেলেও স্থায়ী সভাপতি পেল না কংগ্রেস। কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী হলেন সোনিয়া গান্ধী। শনিবার দীর্ঘ দু-ঘণ্টা বৈঠকের পর স্থির হয়, যতদিন না স্থায়ী সভাপতি হচ্ছেন, ততদিন দায়িত্ব সামলাবেন সোনিয়া গান্ধী।

রাহুলের ইস্তফা শেষপর্যন্ত গৃহীত, কংগ্রেসের শীর্ষপদে সোনিয়া

দেশের সর্বপ্রাচীন দল কংগ্রেসের শীর্ষ আসনটি খালি পড়ে রয়েছে দীর্ঘদিন। শুক্রবার কংগ্রেস স্থির করে ফেলে রাহুল রাজি না হলে নতুন সভাপতির নাম ঘোষণা করে দেওয়া হবে। শনিবার সেই কারণেই বসেছিল কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক। কিন্তু দু-ঘণ্টা বৈঠকেও চূড়ান্ত হল না নাম।

কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি হিসেবে পুনরায় রাহুলকে বসানোর জন্য শনিবার তাঁকে অনুরোধ করা হয়। কিন্তু তিনি রাজি হননি। শেষমেশ সোনিয়া গান্ধীই এগিয়ে এলেন দলের হাল ধরতে। যতদিন না স্থায়ী সভাপতি পাচ্ছে কংগ্রেস দল চালাবেন সোনিয়া গান্ধী। তিনিই হচ্ছেন অন্তর্বর্তী সভাপতি।

লোকসভায় বিপর্যয়ের দায় নিয়ে রাহুল পদত্যাগ করেন। তিনি জানান কংগ্রেসের শীর্ষপদে থাকতে চান না। তাই কালবিলম্ব না করে তাঁর উত্তরসূরি স্থির করতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক বসেছিল এদিন। সেই বৈঠকেও চূড়ান্ত হল না নাম। স্থগিত হয়ে গেল সভাপতি নির্বাচন। শেষমেশ সোনিয়া গান্ধীকে বেছে নেওয়া হয় অন্তর্বর্তী সভাপতি হিসেবে।

English summary
Congress announces Sonia Gandhi is the interim president of Party. At last Rahul’s resignation is accepted.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X