রাজস্থানে মোদীর দলকে বড় ধাক্কা রাহুলের দলের! জানান দিচ্ছে নতুন সমীক্ষা
২০১৯-এর নির্বাচনের আগে সেমিফাইনাল বিজেপি শাসিত রাজস্থানে। সেখানে বসুন্ধরা রাজে সরকারের বিদায় একরকম নিশ্চিত বলছে সমীক্ষা। সেই জন্য এই সেমিফাইনালের ফলের দিকে নজর সবার। গত ২৫ বছরে প্রতি ৫ বছর অন্তর ক্ষমতার বদল হয়েছে রাজস্থানে। রাজস্থানে রাহুলের দলের হাওয়ার প্রভাব কতটা, তা খুঁজে দেখার চেষ্টা করেছে টাইমস নাও।

কংগ্রেসের ক্ষমতায় আসার সম্ভাবনা
টাইমস নাও-এর সার্ভে অনুযায়ী রাজস্তানে ক্ষমতায় আসতে চলেছে কংগ্রেস। এবারের নির্বাচনে বিজেপি পেতে পারে ৭৫ টি আসন। ২০১৩-র থেকে যা ৮৮ টি কম। অন্যদিকে কংগ্রেস পেতে পারে ১১৫ টি আসন। ২০১৩-র নির্বাচনের থেকে কংগ্রেস ৯৪ টি আসন বেশি পেতে পারে। অন্য দলগুলি পেতে পারে ১০ টি আসন। (২০১৩-তে অন্যরা পেয়েছিল ১৬ টি আসন)


২০১৯-এর লোকসভা নির্বাচন
২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি রাজ্যে পেতে পারে ১৪ টি আসন। কংগ্রেস পেতে পারে ১১ টি আসন। অন্যরা একটিও আসন পাবে না বলে জানানো হয়েছে এই সমীক্ষায়।

[আরও পড়ুন:ছত্তিসগড়ে মোদীর দলকে কতটা বেগ রাহুলের দলের ! জানান দিচ্ছে নতুন সমীক্ষা]
টাইমস নাও-এর তরফে জানানো হয়েছে, ১৬ অগাস্ট থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই সমীক্ষা চালানো হয়েছিল। ২০০ টি বিধানসভা কেন্দ্রের ২২.৩৪৫ জনকে প্রশ্ন করা হয়েছিল।
[আরও পড়ুন: মধ্যপ্রদেশে মোদীর দলকে কতটা বেগ রাহুলের দলের! জানান দিচ্ছে নতুন সমীক্ষা]