For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুরু থেকেই বিজেপিকে চাপ শিবসেনার! বেকারি ও আর্থিক বৃদ্ধি নিয়ে সরকারকে আক্রমণ

শুরু থেকেই চাপ বাড়াতে শুরু করল এনডিএ-র সবথেকে পুরনো শরিক শিবসেনা।

Google Oneindia Bengali News

শুরু থেকেই বিজেপির ওপর চাপ বাড়াতে শুরু করল এনডিএ-র সবথেকে পুরনো শরিক শিবসেনা। চাকরির সুযোগ তৈরিতে নতুন গঠিত সরকারকে বলিষ্ঠ পদক্ষেপ নিতে হবে। এদিন এমনটাই দাবি জানিয়েছে শিবসেনা। দেশে বেকারি ও আর্থিক বৃদ্ধি নিয়ে কেন্দ্রের চড়া সমালোচনা করেছে তারা। দলের মুখপত্র সামনায় বলা হয়েছে, বেকারি, মুদ্রাস্ফীতি, এবং শিল্পের বৃদ্ধি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করা হয়েছে।

সেন্ট্রাল স্ট্যাটিসটিকস অফিসের তথ্য

সেন্ট্রাল স্ট্যাটিসটিকস অফিসের তথ্য

শুক্রবার মোদীর গঠিত নতুন ক্যাবিনেট সেন্ট্রাল স্ট্যাটিসটিকস অফিসের তথ্য প্রকাশ করে। যাতে দেখা যায়, দেশে বেকারত্বের হার ৪৫ বছরের মধ্যে সর্বোচ্চ। শিবসেনার মুখপত্রে বলা হয়েছে, সিএসও-র তথ্যেই প্রকাশ পাচ্ছে ২০১৪-র প্রতিশ্রুতি অনুযায়ী সরকার বছরে দু কোটি চাকরির সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়েছে।

চাকরি কমেছে কেন্দ্রীয় সরকারে, জানাচ্ছে শিবসেনা

চাকরি কমেছে কেন্দ্রীয় সরকারে, জানাচ্ছে শিবসেনা

এব্যাপারে কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গডকড়ির দাবির সঙ্গেও একমত হয়েছে শিবসেনার মুখপত্র। দেশে বেকারত্বের সমস্যার জন্য বিজেপিকে দায়ী করা ঠিক নয়। আরও পরিষ্কার ভাবে বলতে গেলে, মন্ত্রী বলেছেন, বেকার সমস্যা বিজেপির সৃষ্টি নয়। বলেছিলেন গডকড়ি। যদিও সামনা বলছে, এটা ভুলে গেলে চলবে না, আগেকার সরকার প্রতিবছর দু কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল।
এভাবে ৫ বছরে ১০ কোটি চাকরির সুযোগ তৈরি হওয়ার কথা। কিন্তু সেটা হয়নি। আসল কথা হল আয় বৃদ্ধি কমে গিয়েছে। কেন্দ্রীয় সরকারি চাকরিতে সুযোগ কমেছে প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ। মন্তব্য করা হয়েছে শিবসেনার মুখপত্রের সম্পাদকীয়তে। তথ্য হিসেবে তুলে ধরা হয়েছে, যেখানে ২০১৬-১৭ সালে কেন্দ্রে চাকরি প্রাপ্তদের সংখ্যা ছিল প্রায় এক লক্ষ, সেখানে ২০১৭-১৮ সালে সেই সংখ্যাটা নেমে গিয়েছে ৭০ হাজারে। এই নিয়োগ প্রক্রিয়ায় ইউপিএসসি এবং এসএসসির তথ্যও তুলে ধরা হয়েছে। শিবসেনার মুখপত্রে বলা হয়েছে, রেল এবং ব্যাঙ্কেও চাকরির সুযোগ কমেছে।

অর্থমন্ত্রীকে উদ্যোগী হওয়ার দাবি

অর্থমন্ত্রীকে উদ্যোগী হওয়ার দাবি

শিবসেনার মুখপত্রে বলা হয়েছে, যেখানে ২০১৫-১৬ সালে সারা দেশে ৩৭ লক্ষ চাকরির প্রয়োজন ছিল, সেখানে চাকরির সুযোগ তৈরি হয়েছে মাত্র ১,৪৮,০০০ । ২০১৭-১৮ সালে যেখানে ২৩ লক্ষ চাকরির সুযোগ তৈরির দরকার ছিল সেখানে তৈরি হয়েছিল ৯,২১, ০০০। দেশের অর্থনীতি সমস্যায় রয়েছে, মন্তব্য করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের কাছে চাকরির সুযোগ তৈরির উপায় বের করার দাবি করা হয়েছে।

English summary
In an editorial in its mouthpiece Saamana, Shiv Sena, which is BJP's oldest ally, said that unemployment, inflation and falling industrial output are the major challenges for Prime Minister Narendra Modi-led government at the Centre.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X