For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইউপিএ আমলেও হয়েছে সার্জিক্যাল স্ট্রাইক! সময়, তারিখ দিয়ে চাঞ্চল্যকর দাবি কংগ্রেস নেতার

ইউপিএ শাসনেও হয়েছিল সার্জিক্যাল স্ট্রাইক। একটা-দুটো নয়, ছ-ছটি সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছিল। এদিন এমনটাই দাবি করেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা রাজীব শুক্লা। দুটি সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল বাজপেয়ার

  • |
Google Oneindia Bengali News

ইউপিএ শাসনেও হয়েছিল সার্জিক্যাল স্ট্রাইক। একটা-দুটো নয়, ছ-ছটি সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছিল। এদিন এমনটাই দাবি করেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা রাজীব শুক্লা। দুটি সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল বাজপেয়ার শাসনকালে। মোদী নিজেই নিজের পিঠ চাপড়ালেও, বাজপেয়ী কিংবা মনমোহন তা করেননি, বলছে কংগ্রেস।

মনমোহন ও বাজপেয়ীর আমলেও সার্জিক্যাল স্ট্রাইক

মনমোহন ও বাজপেয়ীর আমলেও সার্জিক্যাল স্ট্রাইক

সাংবাদিক সম্মেলনে রাজীব শুক্লা দাবি করেন, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ শাসনে ছটি সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছিল। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর
শাসনেও দুটি সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছিল বলে জানিয়েছেন তিনি।

মোদীর সঙ্গে বাজপেয়ী-মনমোহনের তুলনা

মোদীর সঙ্গে বাজপেয়ী-মনমোহনের তুলনা

কংগ্রেস নেতা বলেন, তাঁরা কোনও সময়ই সার্জিক্যাল স্ট্রাইকের কথা বুক বাজিয়ে বলেননি। আর একজন নেতা একটা সার্জিক্যাল স্ট্রাইক করেই পিঠ চাপড়াচ্ছেন।
মনমোহন সিং কিংবা বাজপেয়ী কেউই সাংবাদিক সম্মেলন করে সেকথা বলেননি। প্রসঙ্গত বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন ১৯৯৯ থেকে ২০০৪ আর মনমোহন সিং
প্রধানমন্ত্রী ছিলেন ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত।

 ৮ সার্জিক্যাল স্ট্রাইকের দিন ও সাল

৮ সার্জিক্যাল স্ট্রাইকের দিন ও সাল

ইউপিএ সময়ের সার্জিক্যাল স্ট্রাইকের তালিকা দিয়ে কংগ্রেস নেতা রাজীব শুক্লা বলেন, জম্মু ও কাশ্মীরের পুঞ্চের ভাট্টাল সেক্টরে ২০০৮-এর ১৯ জুন সার্জিক্যাল
স্ট্রাইক করা হয়েছিল। অপর একটি সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, কেল-এর নীলম রিভার ভ্যালির সারদা সেক্টরে ২০১১ সালের ১ সেপ্টেম্বর। সাওন পাটরা চেকপোস্টে
সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছিল ২০১৩ সালের ৬ জানুয়ারি। নাজাপির সেক্টরে ২০১৩-র ২৭-২৮ জুলাইয়ে সার্জিক্যাল স্ট্রাইক করা হয় বলে দাবি করেছে কংগ্রেস।
নীলম ভ্যালিতেই ফের একটি সার্জিক্যাল স্ট্রাইক করা হয় ২০১৩-র ৬ অগাস্ট। ইউপিএ আমলে ষষ্ঠ তথা শেষ সার্জিক্যাল স্ট্রাইকটি বয়েছিল ২০১৪-র ১৪ জানুয়ারি।

রাজীব শুক্লার দেওয়া তথ্য অনুযায়ী অনুযায়ী, নীলম নদীরর কাছে নাদালায় সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল ২০০০ সালের ২১ জানুয়ারি। আর পুঞ্চের বারোতে সার্জিক্যাল
স্ট্রাইক করা হয়েছিল ২০০৩ সালের ১৮ সেপ্টেম্বর। তবে শেষ দুটি হয়েছিল অটলবিহারী বাজপেয়ীর শাসনকালে।

English summary
Congress on Thursday claimed that ‘six surgical strikes’ were carried during the UPA regime. The claim was made by senior Congress leader Rajiv Shukla
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X