For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চলে গেল 'সুপার মম' কলারওয়ালি, রেখে গেল ২৬ সন্তানকে

চলে গেল 'সুপার মম' কলারওয়ালি, রেখে গেল ২৬ সন্তানকে

Google Oneindia Bengali News

সে ছিল সুপার মম। মধ্যপ্রদেশের জঙ্গলকে বাঘেদের বিশেষ স্থান হিসাবে গড়তে সাহায্য করেছিল সে। জীবনাবসান হল সেই বিখ্যাত বাঘের। কলারওয়ালি রেখে গেল ২৯ জন সন্তানকে। সুপার মমকে বিদায় জানানো হল বিশেষ শ্রদ্ধা জানিয়ে।

চলে গেল সুপার মম কলারওয়ালি, রেখে গেল ২৬ সন্তানকে

কেন সে কলারওয়ালি?

পেঞ্চ রিজার্ভ ফরেস্টের কিংবদন্তী বাঘিনী কলারওয়ালি। আসলে তার গলায় কলার বাঁধা থাকত। তাই ভালোবেসে পর্যটকরাই তাঁর নাম দিয়েছিল কলারওয়ালি। সেই নামেই বেশি পরিচিত ছিল সে। পাশাপাশি এত সন্তানের জন্ম দেওয়ার জন্য বলা হত সুপার মমও। অনেকে তাকে মাতারানিও বলত। বন দফতরে পরিচিত টি-১৫ নামে। দেশে সবচেয়ে বেশি শাবকের জন্ম দিয়ে রেকর্ড গড়েছিল সে।সেই সুপার মম কলারওয়ালি আর নেই। মৃত্যু হল ১৬ বছর বয়সে।

২০০৮ সালের মে মাসে প্রথম তিনটি সন্তানের জন্ম দিয়েছিল এই বাঘিনী। দুঃখজনক ভাবে ২৪ দিন পর তিন জনেই মারা যায়। চার মাসের মধ্যেই অক্টোবরে ফের গর্ভবতী হয়। তারপর থেকে আরও ২৬ মোট ২৯ টি শাবকের জন্ম দিয়েছিল সে।

কেন সে ব্যতিক্রমী?

কলারওয়ালি সব দিক দিয়েই ব্যাতিক্রমী। কারণ সাধারণত বাঘ ১২ বছরের বেশি বাঁচে না। সে বেঁচেছিল ১৬ বছর।
বয়সের হয়েছিল। স্বাভাবিকভাবেই শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। চলতেই পারত না। বনদফতর সূত্রে খবর, ১৪ জানুয়ারি শেষবার তাকে দেখা গিয়েছিল একটি নালার কাছে। সেখানে প্রায় ২ ঘন্টা একাই পড়েছিল। দেখেই বন দফতর তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়।।

কলারওয়ালি সৎকার করা হিন্দুমতে। কাঠ দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছিল চিতা। দেওয়া হয়েছিল ফুল, মালা। দেখা শেষকৃত্যের আগে তাকে মালা পরিয়ে দিতে এসেছিল বহু স্থানীয়। শেষে চোখের জলে তাঁকে চিরবিদায় জানায় বনদফরের কর্মীরা।

English summary
tiger collerwali dies at 16
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X