For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৫ কোটি টাকার ‘‌কোকেন ক্যাপসুল’‌ উদ্ধার দিল্লি বিমানবন্দর থেকে, তদন্তে শুল্ক বিভাগ

১৫ কোটি টাকার ‘‌কোকেন ক্যাপসুল’‌ উদ্ধার দিল্লি বিমানবন্দর থেকে, তদন্তে শুল্ক বিভাগ

Google Oneindia Bengali News

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রবিবার এক দাবিহীন ব্যাগ থেকে শুল্ক বিভাগের কর্মকর্তারা ১৫ কোটি টাকা মূল্যের '‌কোকেন ক্যাপসুল’‌ উদ্ধার করে। এই বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে এবং জানার চেষ্টা করা হচ্ছে কে বা কারা বিমানবন্দরে এই ব্যাগটি ছেড়ে চলে যায়।

১৫ কোটি টাকার ‘‌কোকেন ক্যাপসুল’‌ উদ্ধার দিল্লি বিমানবন্দর থেকে, তদন্তে শুল্ক বিভাগ


জানা গিয়েছে, টার্মিনাল ৩–এর আন্তর্জাতিক অ্যারাইভালের সময় ১১ নম্বর গেটের কাছে ডি–বোর্ডিং এলাকার কাছে শুল্ক বিভাগের কর্মকর্তারা এই পলিব্যাগটি খুঁজে পান। উল্লেখযোগ্যভাবে, এই ব্যাগটি পরীক্ষা করার সময় তার মধ্যে ৫২টি হালকা হলুদ রঙের ক্যাপসুল দেখতে পাওয়া যায়। শুল্ক বিভাগের পক্ষ থেকে জানানো হয়, '‌ক্যাপসুলগুলিকে কাটা হয়। আর এর মধ্যে থেকে যে পদার্থটি বের হয় তা দেখে মাদক বলেই সন্দেহ করা হচ্ছে। তবে তা পরীক্ষার পরই নিশ্চিত করে বলা যাবে। কিন্তু ক্যাপসুল থেকে বের হওয়া এই পদার্থগুলিকে কোকেন বলে সন্দেহ করা হচ্ছে।’‌

শুল্ক বিভাগ এও জানিয়েছে যে এটা স্পষ্ট যে ভারত থেকে কোকেন পাচার হচ্ছিল। অজ্ঞাতপরিচয় অভিযুক্ত এনপিএস আইনের ৮ ধারা লঙ্ঘন করেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। সরকারিভাবে জানানো হয়েছে, '‌এনডিপিএস আইনের ২১,২৩ ও ২৯ ধারায় এই অপরাধ শাস্তিযোগ্য। এনডিপিএস আইনের ধারা ৪৩ (এ) এর অধীনে গোপন সামগ্রী সহ কোকেন বলে সন্দেহ করা মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে। কে বা কারা এই ব্যাগটি নিয়ে বিমানবন্দরে এসেছিলেন সে বিষয়ে তদন্ত চলছে।’‌ অভিযুক্তের বিষয়ে জানার জন্য তদন্তকারীরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।

প্রসঙ্গত, শনিবারই এনসিবি ও ভারতীয় নৌসেনার যৌথ উদ্যোগে গুজরাতের উচ্চ সাগর থেকে ২০০০ কোটি টাকার মাদক উদ্ধার করা হয়। এই মাদক সামুদ্রিক রুট ব্যবহার করে প্রতিবেশী দেশে পাচার করা হচ্ছিল। এই পাচারের পেছনে কারা রয়েছে তা খতিয়ে দেখছে এনসিবি। তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও করা হবে।

English summary
cocaine capsule worth rs 15 crore recovered from delhi airport customs department is investigating
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X