For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভার লক্ষ্যে নতুন ফর্মুলা! জাতীয় স্বার্থে জীবন দিতেও প্রস্তুত, বললেন মমতা

জোটের নতুন ফর্মুলা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে কেজরিওয়ালের ধরনা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যস্তরে কংগ্রেস সিপিএম-এর সঙ্গে লড়াই হতে পারে।

  • |
Google Oneindia Bengali News

জোটের নতুন ফর্মুলা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে কেজরিওয়ালের ধরনা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যস্তরে কংগ্রেস সিপিএম-এর সঙ্গে লড়াই হতে পারে। কিন্তু মোদী বিরোধিতায় জাতীয়স্তরে একসঙ্গে লড়াই করব। একইসঙ্গে তিনি বলেন, যে যেখানে শক্তিশালী সে সেখানে লড়াই করবে।

জোটের নতুন ফর্মুলা! জাতীয় স্বার্থে জীবন দিতেও প্রস্তুত, বললেন মমতা

বাংলায় সমঝোতা করলেও ৪২-এ ৪২ পাবো। দিল্লিতে কেজরিওয়ালের ধরনা মঞ্চে এমনটাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বড় কাজ করতে গেলে কুরবানি দিতে হয়। যদি তিনি চান, অনেক আসনেই লড়াি করতে পারেন। কিন্তু কখনই তিনি তা করেননি। সেইজন্যই মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিরসগড়ে কংগ্রেস শক্তিশালী। তারা সেখানে লড়াই করুক। কিন্তু তারা (তৃণমূল) যেখানে শক্রিশালী, সেখানে বিজেপিকে জেতাতে ভোট ভাগ করবেন না।

[আরও পড়ুন: মমতার জোট ফর্মুলায় সুবিধা বিজেপির! কারণ জানালেন সুজন চক্রবর্তী][আরও পড়ুন: মমতার জোট ফর্মুলায় সুবিধা বিজেপির! কারণ জানালেন সুজন চক্রবর্তী]

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন. তিনি তো সিপিএম, কংগ্রেস, বিজেপির সঙ্গে লড়াই করছেনই। তাঁর আরও অভিযোগ, রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করে সিপিএম, কংগ্রেস, বিজেপি। আন্ডারস্ট্যান্ডিং হলে ভোট ট্রান্সফার হবে না। সেখানে যতই লড়াই করা যাক, ৪২-এ ৪২ আসনই পাবেন তারা। বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সামনের দিনগুলিতে একসঙ্গে লড়াই করার ডাক দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, তাদের সঙ্গে সিপিএম কংগ্রেসের যে বিরোধিতা রয়েছে, তা রয়েছে রাজ্য পর্যায়ে। কিন্তু জাতীয় পর্যায়ে তারা একসঙ্গে লড়াই করবেন। তাঁর বিরুদ্ধে একসঙ্গে লড়াই করতে তিনি কিছু মনে করবেন না বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু জাতীয় স্বার্থে তিনি জীবন দিতে প্রস্তুত বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

[আরও পড়ুন: জোটের লক্ষে ডাক মমতার! লড়াই মাঝপথে থেমে যাবে নাতো, প্রশ্ন সোমেনের][আরও পড়ুন: জোটের লক্ষে ডাক মমতার! লড়াই মাঝপথে থেমে যাবে নাতো, প্রশ্ন সোমেনের]

English summary
CM Mamata Banerjee speaks on jote from Kejriwal's dharna manch
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X