For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তর ভারতে শীতের বৃষ্টিতে বাধা হতে পারে বাতাস বোঝাই মেঘের দল ‘এমজেও’

উত্তর ভারতে শীতের বৃষ্টিতে বাধা হতে পারে বাতাস বোঝাই মেঘের দল ‘এমজেও’

  • |
Google Oneindia Bengali News

সাড়া বিশ্বেই দ্রুত গতিতে পরিবর্তিত হচ্ছে জলবায়ু। তার ফলে তার প্রভাব যেমন জীব বৈচিত্র্যের উপর পড়ছে তেমনই এর কারণে দেখা দিচ্ছে বৃষ্টিপাতের তারতম্যও। অন্যান্য বছরের তুলনায় এই বছর শীতকালে কম বৃষ্টি হতে পারে উত্তর ভারতের রাজ্য গুলিতে। পুনের ইন্ডিয়ান ট্রপিকাল মেটেরোলজি ইনস্টিটিউট বা আইআইটিএমের যৌথ গবেষণায় এই তথ্যই উঠে এসেছে।

আগত বছর গুলিতে ঘাটতি দেখা দিতে পারে উত্তর-পূর্ব ভারতের শীতকালীন বৃষ্টিতে

আগত বছর গুলিতে ঘাটতি দেখা দিতে পারে উত্তর-পূর্ব ভারতের শীতকালীন বৃষ্টিতে

আর এর জন্য ভারত ও প্রশান্ত মহাসাগরে ঘনীভূত উষ্ণায়নকেই কাঠগড়ায় তুলছে বিশেষজ্ঞরা। ম্যাডেন জুলিয়ান অসিলেশনের বা এমজেওর খামখেয়ালীপনার কারণে আগামী বছর গুলিতে নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত সময়কালে উত্তর-পূর্ব ভারতে শীতকালীন বৃষ্টিপাত কিছুটা ব্যাহত হতে পারে মনে করছেন আবহাওয়াবিদরা।

 কি এই ম্যাডেন জুলিয়ান অসিলেশন ?

কি এই ম্যাডেন জুলিয়ান অসিলেশন ?

ম্যাডেন জুলিয়ান অসিলেশন বা এমজেও হল প্রধানত বাতাস বোঝাই করা একধরণের মেঘের দল। যা ক্রান্তীয় অঞ্চলের উপর দিয়ে পূর্ব দিক বরাবর বিশ্বব্যাপী এর বিচরণ দেখতে পাওয়া যায়। এটি সাধারণত ৩০ থেকে ৬০ দিনের ব্যবধানে ১২,০০০ কিলোমিটার থেকে ২০০০০ কিলোমিটার এলাকা ঘুরে জুড়ে একটি চক্র সম্পূর্ণ করে।

১৯৮০-র দশকেও এই ধরণের বেশ কিছু পরিবর্তন দেখা যায়

১৯৮০-র দশকেও এই ধরণের বেশ কিছু পরিবর্তন দেখা যায়

১৯৮০ এর দশকের গোড়ার দিকেও এরকম বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় অ্যামাজন অববাহিকা, উত্তর অস্ট্রেলিয়া, দক্ষিণ-পশ্চিম আফ্রিকা এবং ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাপুয়া নিউ গিনি এবং ফিলিপাইনের মতো দেশগুলিতে। যার ফলে ওই দেশ গুলির বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের ক্ষেত্রে ব্যাপক তারতম্য লক্ষ্য করা যায়।

 ভারত ও প্রশান্ত মহাসাগরে ঘনীভূত উষ্ণায়নের প্রভাবে ঘাটতি বৃষ্টিপাতে

ভারত ও প্রশান্ত মহাসাগরে ঘনীভূত উষ্ণায়নের প্রভাবে ঘাটতি বৃষ্টিপাতে

বিশেষজ্ঞদের মতে ১৯৮১ থেকে ২০১৮ সালের মধ্যে এমজেওর বৈশিষ্ট্যগুলিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। ভারত ও প্রশান্ত মহাসাগরে ঘনীভূত উষ্ণায়নের কারণে স্বাভাবিকের চেয়ে দীর্ঘ সময় পর্যন্ত ওই অঞ্চলে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে এমজেওকে। যার প্রভাব গিয়ে পড়ছে বায়ু চলাচল ও বৃষ্টিপাতের উপর।

আইআইটিএমের এই গবেষণার মুখ্য গবেষক অক্সি ম্যাথিউ কল এই প্রসঙ্গে বলেন, "১৯৮০ এর দশক পর্যন্ত আমরা দেখেছি যে এমজেও গড়ে ১৮ দিনের গড় সময়ের মধ্যে প্রশান্ত মহাসাগরের উষ্ণায়িত এলাকাটি অতিক্রম করতো। যদিও, গত চার দশকে তা বেড়ে হয়েছে ২৩ দিন।"

English summary
cloud group mjo can create resistence for winter rains in northern india
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X