For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অযোধ্যার শুনানি শেষ করতে হাতে আছে সাড়ে ১০ দিন! সময়সীমা দিলেন প্রধান বিচারপতি

অযোধ্যার সংক্রান্ত শুনানি শেষ করতে হবে ১৮ অক্টোবরের মধ্যে। ৩২ তম শুনানির দিনে অযোধ্যা বিতর্ক নিয়ে সবপক্ষকে জানিয়ে দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি রঞ্জন গগৈ।

  • |
Google Oneindia Bengali News

অযোধ্যার সংক্রান্ত শুনানি শেষ করতে হবে ১৮ অক্টোবরের মধ্যে। ৩২ তম শুনানির দিনে অযোধ্যা বিতর্ক নিয়ে সবপক্ষকে জানিয়ে দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি রঞ্জন গগৈ। তিনি বলেছেন পরবর্তী সাড়ে দশদিনের মধ্যে এই সংক্রান্ত শুনানি শেষ করতে হবে।

অযোধ্যা মামলা, শুনানির সময়সীমা ১৮ অক্টোবর

অযোধ্যা মামলা, শুনানির সময়সীমা ১৮ অক্টোবর

প্রধান বিচারপতি জানিয়েছেন অযোধ্যা নিয়ে শুনানি শেষ করতে হবে ১৮ অক্টোবরের মধ্যে। কেন ১৮ অক্টোবরের সময়সীমা রাখা হয়েছে, তা নিয়েও ব্যাখ্যা দিয়েছে সর্বোচ্চ আদালত। এরপরেই একসপ্তাহের জন্য দিওয়ালির ছুটি পড়ে যাচ্ছে।

 প্রধান বিচারপতি অবসর ১৭ নভেম্বর

প্রধান বিচারপতি অবসর ১৭ নভেম্বর

অন্যদিকে, প্রধান বিচারপতি হিসেবে রঞ্জন গগৈ-এর কার্যকালের মেয়াদ শেষ হবে নভেম্বরে। তিনি বলেছেন, শুনানি শেষ হওয়ার পর চার সপ্তাহের মধ্যে রায় প্রদান করা হবে। প্রসঙ্গত ১৭ নভেম্বর অবসর গ্রহণ করতে চলেছেন রঞ্জন গগৈ। ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চের প্রধানও তিনি। ফলে শুনানির জন্য ১৮ অক্টোবরের সময়সীমা ধার্ষ করা হয়েছে।

খুলে রাখা হয়েছে মধ্যস্থতার চ্যানেলও

খুলে রাখা হয়েছে মধ্যস্থতার চ্যানেলও

এদিকে, ১৮ অক্টোবরের ডেডলাইন দেওয়ার সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টের তরফে মধ্যস্থতার চ্যানেলও খুলে রাখা হয়েছে। আলোচনার মাধ্যমে যদি কোনও সমাধান সূত্র বেরিয়ে আসে, সেই জন্যও এই প্রস্তাব রাখা হয়েছে।

গতসপ্তাহের সুপ্রিম কোর্টের বেঞ্চ, রাম জন্মভূমি বাবরি মসজিদ সংক্রান্ত শুনানি শেষ করতে শনিবার বাড়তি সময় কাজ করার কথা জানিয়েছিল।

সুপ্রিম কোর্টে পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চে অন্য বিচারপতিরা হলেন, এসএ ববদে, ডিওয়াই চন্দ্রচূড়, অশোক ভূষণ এবং এসএ নাজির। ৬ অগাস্ট শুরু হওয়ার পর ইতি মধ্যেই ৩২ দিন শুনানি হয়ে গিয়েছে। মধ্যস্থতাকারীরা ব্যর্থ হওয়ার পর এই শুনানি শুরু হয়।

[গত ৮ দিনে ৩ বার, ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়! বাসিন্দাদের মধ্যে সুনামি আতঙ্ক][গত ৮ দিনে ৩ বার, ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়! বাসিন্দাদের মধ্যে সুনামি আতঙ্ক]

[ হাফিজ বিতর্কে 'প্রথম দানে' রাষ্ট্রসংঘের সাধারণ সভায় এগিয়ে পাকিস্তান! জঙ্গি নেতার জুটল বড়সড় স্বস্তি][ হাফিজ বিতর্কে 'প্রথম দানে' রাষ্ট্রসংঘের সাধারণ সভায় এগিয়ে পাকিস্তান! জঙ্গি নেতার জুটল বড়সড় স্বস্তি]

English summary
CJI Ranjan Gogoi insists all arguments in Ayodhya Case should be completed by 18th October. CJI Gogoi also said that all parties have 10-and-a-half days to finish this job.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X