For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুপ্রিম কোর্টের বিদ্রোহী বিচারপতিদের সঙ্গে অবশেষে বৈঠক প্রধান বিচারপতি দীপক মিশ্রর

সুপ্রিম কোর্টের ব্যবস্থাপনা সংক্রান্ত নানা বিষয় নিয়ে কার্যত অভিযোগের সুরে বেশ কিছু বক্তব্য জানান দেশের সর্বোচ্চ আদালতের ৪ জন বিদ্রোহী বিচারপতি।

  • |
Google Oneindia Bengali News

সুপ্রিম কোর্টের ব্যবস্থাপনা সংক্রান্ত নানা বিষয় নিয়ে কার্যত অভিযোগের সুরে বেশ কিছু বক্তব্য জানান দেশের সর্বোচ্চ আদালতের ৪ জন বিদ্রোহী বিচারপতি। সে নিয়ে যাবতীয় সমস্যা সমাধান হয়েছে বলে সোমবারই দাবি করে বার কাউন্সিল। এবার এই ৪ বিচারপতির সঙ্গে দেখা করে বৈঠক করেন সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র।

সুপ্রিম কোর্টের বিদ্রোহী বিচারপতিদের সঙ্গে অবশেষে বৈঠক প্রধান বিচারপতি দীপক মিশ্রর

জানা গিয়েছে মঙ্গলবার ওই ৪ জন বিচারপতি দেখা করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে। তবে মঙ্গলবার এই বিদ্রোহী বিচারপতিদের সঙ্গে দেখা করে যদি সমস্যার সমাধান না হয়, তাহলে বুধবার পর্যন্ত দুপক্ষের মধ্য়ে বৈঠক গড়ানোর সম্ভাবনা রয়েছে। এমনই দাবি করেছে সূত্র। এদিকে, অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন এই সমস্যা সমাধান হওয়ার বিষয়ে তিনি আশাবাদী।

পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন , আশা করা যায় আগামী ২ তেকে ৩ দিনের মধ্যে সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে। উল্লেখ্য গত শুক্রবার, বিচারপতি জে চেমালেশ্বার, রঞ্জন গগৈ, মদল লোকুর, কুরিয়ন জোসেফ সুপ্রিম কোর্টের ব্যবস্থাপনা সম্পর্কে বেশ কিছু অভিযোগ করেন।

English summary
In signs of a thaw in the crisis that has grappled the Supreme Court last week, the four dissenting senior judges met Chief Justice of India Dipak Misra Tuesday and held talks over the issues they had raised on Friday, sources said. Sources added that the talks will continue on Wednesday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X