For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাঝ আকাশে কেন ওই দুই ব্যক্তি এভাবে হাতাহাতি জড়ালেন জানেন? জানুন আসল সত্য

আন্তজাতিক বিমানে চরম মারপীঠ! এক যাত্রীর সঙ্গে আরেক যাত্রীর রীতিমত বচসা। এরপর রীতিমত বচসা। মাঝ আকাশে একেবারে নজিরবিহীন এক ঘটনা। দিন কয়েক আগে কলকাতাগামী বিমানে সেই ঘটনার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল।

  • |
Google Oneindia Bengali News

আন্তজাতিক বিমানে চরম মারপীঠ! এক যাত্রীর সঙ্গে আরেক যাত্রীর রীতিমত বচসা। এরপর রীতিমত বচসা। মাঝ আকাশে একেবারে নজিরবিহীন এক ঘটনা। দিন কয়েক আগে কলকাতাগামী বিমানে সেই ঘটনার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল।

কেন ওই দুই ব্যক্তি এভাবে হাতাহাতি জড়ালেন জানেন?

আর ঘটনা প্রকাশ্যে আসতেই একেবারে নড়েচড়ে বসল সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি।

বিমান পরিষেবার নিরাপত্তার দায়িত্ব থাকা এই এজেন্সি'র তরফে সংশ্লিষ্ট বিমান সংস্থার কাছে পূর্ণাং রিপোর্ট চাওয়া হয়েছে। সিকিউরিটি বুর‍্যোর ডিরেক্টর, জুলফিকার হাসান বলেন, আমরা ভাইরাল ভিডিও খতিয়ে দেখেছি। কলকাতাগামী থাই এয়ারলাইন্সের বিমানে এই ঘটনা ঘটেছে।

তবে বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, কেউ কোনও গুরতর আঘাত পাননি। কোনও যাত্রী মদ্যপ অবস্থাতেও ছিলেন না। তবে বাকি যাত্রা পথে কোনও সমস্যা হয়নি বলেও জানিয়েছে ওই বিমান সংস্থা।

যে দুই যাত্রী ওই ভিডিও রেকর্ড করছিলেন তাঁদেরকে তা ডিলিট করে দেওয়ার জন্যও আবেদন করেছে বিমান সংস্থা।

জানা গিয়েছে, আসন সোজা করা নিয়েই সমস্যার সূত্রপাত। আর তা নিয়েই দুই যাত্রীর মধ্যে শুরু হয় বচসা। বিমান ওড়ার আগে নিয়ম মাফিক আসন সোজা রাখার নির্দেশ দিয়েছিলেন কর্তব্যরত কেবিন ক্র'রা। কিন্তু সব যাত্রী সজা করলেও এক যাত্রী কিছুতেই আসন সোজা করবেন না বলে জেদ ধরে ছিলেন। পিঠে ব্যাথা থাকার কারণেই নাকি তিনি আসন সোজা করতে চাননি। বিমান ওড়ার আগে কেন আসন সোজা করতে হয় সেটিও বুঝিয়ে বলেছিলেন কেবিন ক্রুরা।

তিনি বুঝিয়ে বলেছিলেন, কোনও জরুরি অবস্থা তৈরি হলে বিমান খালি করতে সমস্যা তৈরি হতে পারে। এমনকি অন্যান্য যাত্রীদের বের হতেও সমস্যা হতে পারে বলে জানানো হয়। শুধু তাই নয়, ওই যাত্রীর আসন সোজা না করলে পিছনের যাত্রীর বসতে সমস্যা হতে পারে বলেও জানানো হয়েছিল। কিন্তু কোনও কথাই ওই ব্যক্তি শুনতে রাজি ছিলেন না বলে দাবি বিমান সংস্থার। বোঝাতে না পেরে ক্রু বলেছিলেন, এবার তিনি ক্যাপ্টেনকে বলতে বাধ্য হবেন। তিনি ব্যক্তির পালটা বক্তব্য ছিল ক্যাপ্টেনকে বললেও তিনি আসন সোজা করবেন না।

আর এরপরেই যাত্রীরা রেগে যান। সবাই মিলে এরপরেই ওই ব্যক্তির উপর চড়াও হয় বলে দাবি। আর এরপরেই ওই ঘটনা বলে জানানো হচ্ছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল বচসা এবং পরে হাতাহাতির ভিডিও। আর তা দেখে অনেকেই চমকে উঠছেন।

English summary
Civil aviation security bureau seeks report from Thai Airways as video of mid air clash viral
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X