For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে উপার্জনের 'রাস্তা' বন্ধ চিনের! বেজিংকে ভাতে মারতে কড়া পদক্ষেপ কেন্দ্রের

Google Oneindia Bengali News

ভারতে আর কোনও হাইওয়ে নির্মাণের জন্য প্রোজেক্টে চিনা সংস্থাকে বরাত দেওয়া হবে না। লাদাখ নিয়ে চলমান অস্থির পরিস্থিতির মধ্যে এই নিয়ে সাফ বার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। এছাড়া কোনও চিনা সংস্থা যাতে ভারতের খুদ্র বা মাঝারি শিল্পে বিনিয়োগ না করতে পারে সেই বিষয়টির উপরও কেন্দ্র নজর রাখবে বলে জানিয়েছেন নীতিন।

অর্থমন্ত্রক ও বাণিজ্যমন্ত্রকের আলোচনা

অর্থমন্ত্রক ও বাণিজ্যমন্ত্রকের আলোচনা

লাদাখের অশান্ত পিরিস্থিতির মাঝে দেশের দুটি বড় প্রোজেক্ট থেকে আগেই বাদ দেওয়া হয় চিনা সংস্থাকে। অর্থমন্ত্রক ও বাণিজ্যমন্ত্রক উভয়ই চিনা পণ্যের রমরমার উপর পদক্ষেপ করতে শুরু করেছে৷ কারণ তা দেশীয় শিল্পগুলির ক্ষতি করছে৷ চিনের সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করে ভারতীয় রেলের ডেডিকেটেড ফ্রেইট করিডর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড।

ম্যাগনেটিক মহারাষ্ট্র ২.০ থেকে বাদ পড়ে চিনা সংস্থা

ম্যাগনেটিক মহারাষ্ট্র ২.০ থেকে বাদ পড়ে চিনা সংস্থা

ম্যাগনেটিক মহারাষ্ট্র ২.০ আওতায় ৩টি চিনা সংস্থার সঙ্গে এই মউ স্বাক্ষর করেছিল মহারাষ্ট্রের সরকার। এই চিনা সংস্থাগুলির মোট বিনিয়োগের পরিমাণ ছিল ৫ হাজার কোটি টাকারও বেশি। কিন্তু গালওয়ান উপত্যকায় অতর্কিতে চিনা বাহিনীর ভারতীয় জোয়ানদের প্রতি হামলার পরেই এই বিষয়ে সিদ্ধান্ত বদল করেছে মহারাষ্ট্র সরকার।

বিহারের মেগাপ্রোজেক্ট থেকে চিনা সংস্থাকে সরানো হয়

বিহারের মেগাপ্রোজেক্ট থেকে চিনা সংস্থাকে সরানো হয়

এছাড়া বিহারে মধ্যে দিয়ে বয়ে যাওয়া গঙ্গার উপর দিয়ে একটা মেগা ব্রিজ তৈরির পরিকল্পনাকে বাস্তবায়িত করার ভার পড়েছিল দুটি ভারতীয় কম্পানির উপর। যার অংশীদার একটি চিনা নির্মাণ কোম্পানি৷ লাদাখ ইস্যুর পর কেন্দ্র বাতিল করে দেয় ওই ভারতীয় কোম্পানির টেন্ডার৷

চিনকে অর্থনৈতিক দিক থেকে দুর্বল করার চেষ্টা

চিনকে অর্থনৈতিক দিক থেকে দুর্বল করার চেষ্টা

লাদাখে ভারত-চিন সংঘর্ষের পরই চিনকে অর্থনৈতিক দিক থেকে দুর্বল করার চেষ্টা করছে ভারত৷ অ্যান্টি-ডাম্পিং অ্যাকশনের দিকে তাকিয়ে কমপক্ষে ১০০টি চিনা পণ্য৷ ৫জি বাজারের মতো বড় ও গুরুত্বপূর্ণ প্রকল্পে চিনা সংস্থাগুলির অংশগ্রহণ-সহ ভবিষ্যতে চিনের বিনিয়োগকেও নিষিদ্ধ করা হতে পারে৷

৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ

৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ

প্রসঙ্গত, লাদাখ নিয়ে চিনের সঙ্গে সংঘাতের মাঝে সোমবার রাতেই টিকটক ও ইউসি ব্রাউজার-সহ ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছিল ভারত সরকার। এই মাসের শুরু থেকেই প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর পরিস্থিতির অবনতি হচ্ছিল৷ ভারত-চিন সংঘর্ষে শহিদ হন ২০ জন ভারতীয় সেনাকর্মী৷ তারপরই আলোচনা চলতে থাকে দুই দেশের মধ্যে৷

চিনা পণ্য বয়কটের দাবি

চিনা পণ্য বয়কটের দাবি

এই আবহে ভারতীয়রা চিনা পণ্য বয়কটের দাবি জানাতে থাকে৷ চিনের সঙ্গে বিভিন্ন চুক্তিও বাতিল করে ভারত সরকার৷ এরপর গতকালই টিকটক, উইচ্যাটের মতো ৫৯টি চিনা অ্যাপ দেশে নিষিদ্ধ ঘোষণা করে কেন্দ্র৷ তারপরই গুগল ও অ্যাপল সংস্থার তরফে প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে এই অ্যাপগুলিকে সরিয়ে দেওয়া হয়৷

<strong>'বন্ধু' চিনের সঙ্গে গোপন সন্ধি পাকিস্তানের? লাদাখ দখল করতে নয়া ব্লুপ্রিন্ট বেজিংয়ের! </strong>'বন্ধু' চিনের সঙ্গে গোপন সন্ধি পাকিস্তানের? লাদাখ দখল করতে নয়া ব্লুপ্রিন্ট বেজিংয়ের!

English summary
Chinese companies will not be banned from highway projects in India, said Nitin Gadkari amid Ladakh Face off
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X