For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গালওয়ান উপত্যকায় কোন অবস্থানে রয়েছে লালফৌজ, ধরা পড়ল উপগ্রহ চিত্রে

গালওয়ান উপত্যকায় কোন অবস্থানে রয়েছে লালফৌজ, ধরা পড়ল উপগ্রহ চিত্রে

Google Oneindia Bengali News

চাপের কাছে নতিস্বীকার। অবশেষে গালওয়ান উপত্যকা থেকে সেনা সরাতে শুরু করে দিয়েছে চিন। উপগ্রহ চিত্রে ধরা পড়েছে সেই ছবি। তাতে দেখা গিয়েছে ৬ জুলাই গালওয়ান উপত্যকার সংঘাতের স্থান থেকে লালফৌজ সেনা সরাতে শুরু করেছে। প্রায় ১ কিলোমিটার পিছিয়ে গিয়েছে চিনা বাহিনী।

গালওয়ান উপত্যকায় পিছু হঠছে চিন

গালওয়ান উপত্যকায় পিছু হঠছে চিন

অবশেষে ভারতের জয়। গালওয়ান উপত্যকা থেকে অবশেষে সেনা সরাতে শুরু করেছে চিন। উপগ্রহ চিত্রে ধরা পড়েছে েয জায়গা নিয়ে দুই দেশের জওয়ানদের মধ্যে সংঘর্ষ বাঁধে সেখান থেকে সেনা সরাতে শুরু করেছে চিন। প্রায় ১ কিলোমিটার পর্যন্ত পিছিয়ে গিয়েছে লালফৌজ।

তীক্ষ্ম নজর রাখছে ভারত

তীক্ষ্ম নজর রাখছে ভারত

চুক্তি মতো দুই দেশই এলএসি থেকে সেনা সরাতে শুরু করেছে। চুক্তি মতো সেনা সরানোর পাশাপাশি তিন দফায় তাঁবু, অস্ত্র এবং বাঙ্কার সবটাই সরানো হবে। তাই চিনা বাহিনীর গতিবিধির উপর নজর রাখছে ভারতীয় সেনা। কারণ কখন লালফৌজ অবস্থান বদল করে তা বোঝা মুশকিল। তাই পুরোপুরি ভরসা রাখতে পারছে না তারা।

উপগ্রহ চিত্র স্পষ্ট করল অবস্থান

উপগ্রহ চিত্র স্পষ্ট করল অবস্থান

গালওয়ান উপত্যকায় এখন কোন অবস্থানে রয়েছে চিনা বাহিনী তা স্পষ্ট হয়েছে উপগ্রহ চিত্রে। তাতে দেখা গিয়েছে ধীরে ধীরে বিতর্কিত অবস্থান থেকে পিছু হঠছে চিনা বাহিনী। লালফৌজের তৈরি নতুন রাস্তা ফাঁকা হয়ে গিয়েছে। কোনও রকম নির্মাণ কাজ সেখানে হচ্ছে না বলে দেখা গিয়েছে উপগ্রহ চিত্রে।

 ডোভালের সঙ্গে কথার পরেই পিছু হঠল চিন

ডোভালের সঙ্গে কথার পরেই পিছু হঠল চিন

কয়েকদিন আগে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে এই গালওয়ান উপত্যকা নিয়ে কথা হয় চিনের বিদেশমন্ত্রীর। তারপরেই সেনা সরানোর সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানানো হয়েছে। এলএসি বরাবর দুই দেশই তাদের সেনা পুরনো অবস্থানে নিয়ে যাবে বলে জানানো হয়েছে।

English summary
China withdraw troop from Galwan Vally satelite picture conferm that
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X