For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখে চুক্তি মানছে না চিন, ভারতের অনুরোধ এড়িয়ে ঔদ্ধত্য দেখাচ্ছে বেজিং

লাদাখে চুক্তি মানছে না চিন, ভারতের অনুরোধ এড়িয়ে ঔদ্ধত্য দেখাচ্ছে বেজিং

Google Oneindia Bengali News

লাদাখ সীমান্তে উত্তেজনা থেমে থেমেও থামছে না। লাদাখ সীমান্তে সেনা সেরানোর চুক্তি কিছুতেই মানতে রাজি নয় বেজিং। এই নিয়ে একাধিকবার ভারত আলোচনায় বসার প্রস্তাব দিলেও তা এড়িয়ে যাচ্ছে জিনপিং প্রশাসন। কিছুতেই চিন সেটা নিয়ে আলোচনায় বসতে চাইছে না।

কথা রাখেনি চিন

কথা রাখেনি চিন

কিছুতেই কথা রাখেনি চিন। লাদাখ সীমান্তে সেনা সরানোর চুক্তি মানতে নারাজ তারা। লাদাখ সীমান্তে এখনও একাধিক জায়গায় সেনা সরায়নি চিন। এই নিয়ে বারবার ভারত আলোচনায় বসতে চাইছে বেজিংয়ের সঙ্গে কিন্তু কিছুতেই বেজিং রাজি হচ্ছে না বলে জানিয়েছে বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব।

 চিনের সঙ্গে বিরোধ

চিনের সঙ্গে বিরোধ

লাদাখে সীমান্ত এলাকা দখলের মরিয়া চেষ্টা চালাচ্ছে বেজিং। ফিঙ্গার স্প্রিং এলাকায় একনও লালফৌঁজ ঘাটি গেরে বসে রয়েছে। ভারতের পক্ষ থেকে চুক্তি মানা হলেও চিন মানতে নারাজ। এই নিয়ে চলছে প্রবল টানাপোড়েন। চিনের সঙ্গে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে।

 আলোচনা চিনের সঙ্গে

আলোচনা চিনের সঙ্গে

যদিও চিন সীমান্ত সমস্যা নিয়ে আলোচনায় বসবে বলে জানিয়েছে। তাতে আশা দেখছে বিদেশমন্ত্রক। কিন্তু সেনা সরানো নিয়ে তেমন আগ্রহ দেখাতে নারাজ বেজিং। তাতেই উদ্বেগ বেড়েছে ভারতের। পরবর্তী পরিস্থিতি কী হবে তা নিয়ে আলোচনা চলবে।

 সীমান্ত সংঘাত

সীমান্ত সংঘাত

সীমান্তে উত্তেজনা চড়ছে এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। পঞ্চম দফায় ভার্চুয়াল বৈঠকে বসতে চলেছে বেজিং। তাতে লাদাখে সেনা সরানোর প্রসঙ্গটি উত্থাপন করা হবে বলে জানিয়েছে ভারত। তবে িচন তাতে আগ্রহ দেখাতে নারাজ।

English summary
China refuse to talk with India on Ladakh disengagement
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X