For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখ নিয়ে নতুন ছক চিনের, পাক জঙ্গি সংগঠনগুলির সঙ্গে যোগাযোগ করছে লালফৌজ

লাদাখ নিয়ে নতুন ছক চিনের, পাক জঙ্গি সংগঠনগুলির সঙ্গে যোগাযোগ করছে লালফৌজ

Google Oneindia Bengali News

লাদাখ নিয়ে মরিয়া হয়ে উঠেছে চিন। এবার ভারতকে কাবু করতে জঙ্গিদের আশ্রয় নিচ্ছে বেজিং। কাশ্মীরে নাশকতা চালানোর জন্য লালফৌজ পাকিস্তানি জঙ্গি সংগঠন অল বদরের সঙ্গে যোগাযোগ করছে বলে গোয়েন্দারা জানতে পেরেছেন। অন্যদিকে কাশ্মীর সীমান্তে বাহিনী বাড়াতে শুরু করেছে পাকিস্তান।

 জঙ্গিদের সাহায্য চাইছে চিন

জঙ্গিদের সাহায্য চাইছে চিন

লাদাখ নিয়ে ভারতীয় বাহিনীর কাছে কাবু লালফৌজ এবার জঙ্গিদের সাহায্য চাইতে শুরু করেছে। গোয়েন্দারা জানতে পেরেছে পাকিস্তানের জঙ্গিদের সঙ্গে যোগাযোগ করছে লালফৌজ। কাশ্মীরে অশান্তি ছড়ানোর জন্য পাক জঙ্গি সংগঠন আল বদরের সঙ্গে যোগাযোগ করছে লালফৌজ।

চিনকে মদত দিতে সেনা সাহায্য

চিনকে মদত দিতে সেনা সাহায্য

চিনকে ভারত বিরোধী কাজে মদত দিতে সেনা সাহায্য করছে পাকিস্তান। গোয়েন্দারা জানতে পেরেছে লাদাখে প্রায় ২০,০০০ সেনা পাঠিয়েছে পাকিস্তান। পাক গুপ্তচর সংস্থা আইএসআই চিনকে সবরকম সহযোগিতা চালিয়ে যাচ্ছে লাদাখে। এমনকী ভারতে ব্যাট অপারেশন চালানোর পরিকল্পনা করছে চিন এবং পাকিস্তান।

ভারতে অন্তর্ঘাতের চেষ্টা

ভারতে অন্তর্ঘাতের চেষ্টা

ভারতীয় সেনাকে দুর্বল করতে অন্তর্ঘাতের ছক কষছে পাকিস্তান ও চিন। কাশ্মীরে প্রায় ১০০ পাকিস্তাি জঙ্গিকে সক্রিয় করা হয়েছে ভারতীয় সেনাকে দুর্বল করার জন্য। প্রসঙ্গত উল্লেখ্য বুধবার সকালেই কাশ্মীরের সোপরে সিআরপিএফের পেট্রোলিং পার্টি লক্ষ্য করে হামলা চালিয়েছে জঙ্গিরা। তাতে ২ জওয়ান সহ এক সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে।

 ১২ ঘণ্টার বৈঠক ব্যর্থ

১২ ঘণ্টার বৈঠক ব্যর্থ

গতকাল ১২ ঘণ্টা ধরে সেনা পর্যায়ে বৈঠক চলেছে ভারত ও চিনের মধ্যে। তাতে রফা সূত্র কিছুই মেলেনি। চিন গালওয়ান উপত্যকা নিজেেদর দাবি সেনা বাড়িয়েছে লাদাখ সীমান্তে। পরিস্থিতি প্রতিকূল দেখে সেনা তৎপরতা শুরু করেছে ভারতও।

ঝুলি থেকে বেরিয়ে এল বেজিংয়ের দখলদারি মানসিকতা, লাদাখের প্যাংগংয়ে চরম উত্তেজনাঝুলি থেকে বেরিয়ে এল বেজিংয়ের দখলদারি মানসিকতা, লাদাখের প্যাংগংয়ে চরম উত্তেজনা

English summary
China contact with Pakistani terrorist groups to fight with India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X